ইম্পা তথা স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল এদিন। সেখানেই ঠিক করা হল আগামী ৬ মাসের বাংলা ছবির ক্যালেন্ডার। অর্থাৎ কবে কোন প্রযোজনা সংস্থার ছবি মুক্তি পাবে সেটা। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, বনি সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, পিয়া সেনগুপ্ত, রাণা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রমুখ। ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
মিটিং শেষে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত ক্যালেন্ডার প্রকাশ্যে এনে বলেন, "২৩ জানুয়ারি তো হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি আসছে স্টুডিও ব্লটিং পেপার এবং ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া। ইদে ফ্রি আছে, সেখানে যে কেউ আসতে পারে। পয়লা বৈশাখে আসছে সুরিন্দর ফিল্মস, এসভিএফ, নন্দী মুভিজ। ৩ এপ্রিল আসছে ক্যামেলিয়া। ১৫ মে আসছে এসভিএফ, ক্যামেলিয়া, এবং এনআইডিয়াজ। ২৯ মে আসছে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ, নন্দী মুভিজ। এই অবধি আমরা ছয় মাসের ক্যালেন্ডার বের করলাম।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দেব এই মিটিংয়ে হাজির থাকলেও তিনি আগেই জানিয়ে রেখেছেন চলতি বছরে তাঁর তিনটি ছবি কখন মুক্তি পাবে। স্বাধীনতা দিবসের সময় আসছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। উত্তরবঙ্গের করিমূল হকের জীবনীর উপর নির্ভর করে বানানো হচ্ছে এই ছবি। পুজোর সময় আসছে 'দেশু ৭'। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির সপ্তম ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে 'ধূমকেতু'র সাফল্যের পর এই বছর তাঁরা আবার জুটি বাঁধবেন। অন্যদিকে বড়দিনে মুক্তি পাবে 'টনিক ২'। এছাড়াও তিনি 'খাদান ২' ঘোষণা করে রেখেছেন। তবে সেই ছবি কবে আসবে সেটা এখনও জানা যায়নি।
এদিনের এই স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে পিয়া সেনগুপ্ত বলেন, "আজকে আমাদের স্ক্রিনিং কমিটির মিটিং ছিল। সেই মিটিং নিয়ে আমরা খুবই গর্বিত, কারণ তাতে আমরা আমাদের ইন্ডাস্ট্রি শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাঁকে আমরা খুব ছোট করে একটা সংবর্ধনা দিতে পেরেছি।" তবে দেব এদিনের মিটিং নিয়ে বেশ বিরক্ত। তিনি মিটিং থেকে বেরিয়ে বলেন, "বড় মাথারা আছেন, তাঁরা আজকে এটা নিয়ে কথা বলবেন। আমায় ছেড়ে দিন।" দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখেছেন। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে এই ছবিটি। গত বছরের বড়দিনে মুক্তি পেয়েছে এটি। তাঁর সঙ্গে এই ছবিতে মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, প্রমুখ ছিলেন।
