ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হওয়ামাত্রই দর্শকের চমকে ওঠার কারণ হয়ে ওঠেন বিশ্বখ্যাত হলিউড তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন। কারণ? প্রচুর ওজন ও মাংসপেশি কমে গিয়েছে তাঁর! রক-এর এই বিস্তর ওজন কমানোর কারণও এই কৌতূহল আরও বাড়িয়েছে চড়চড় করে। জানা গিয়েছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ রেসলার ‘মার্ক কেরে’র চরিত্রে অসাধারণ অভিনয় করার পর এবার জনসন এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন ‘চিকেন ম্যান’ ছবির জন্য।  এই নতুন ছবির জন্যেই এত ওজন কমিয়েছেন এই হলিউড তারকা।

ডোয়েন জনসন-র নতুন ছবি ‘লিজার্ড মিউজিক’-এ তিনি অভিনয় করবেন এক ৭০-বছরের অদ্ভুত ও হাস্যরসাত্মক চরিত্র চিকেন ম্যান হিসেবে! ছবিটি পরিচালনা করছেন বেনি সাফদি, যা ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর পর তাদের পুনর্মিলন। জনসন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল-এ বলেন,“বেনি আমাকে পিচ করলেন, প্রায় ৪৫ মিনিটের আলোচনার পর আমি বললাম, ‘আমিই তোমার ‘চিকেন ম্যান’।’”

বর্তমানে তিনি প্রায় ৩০ পাউন্ড ওজন কমিয়েছেন, এবং এখনও আরও কমানোর পরিকল্পনা রয়েছে। জনসন বললেন, “ ‘স্ম্যাশিং মেশিন’-এর মতো আবার নিজেকে রূপান্তর করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। এর মানে আমার কাছে, কম মুরগির মাংস খাওয়া!” মুচকি হেসে মন্তব্য হলি-তারকার।


‘লিজার্ড মিউজিক’ ড্যানিয়েল পিঙ্কওয়াটার-এর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। গল্পে দেখা যাবে এক ৭০ বছরের বৃদ্ধার এবং তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু—একটি ৭০ বছর বয়সী মুরগি! ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর মতো, এই ছবিও জনসনের অ্যাকশন হিরো ইমেজকে পাল্টে নতুন চ্যালেঞ্জে ঠেলে দিচ্ছে। জুমানজি ও ফাস্ট ফাইভ-এর মতো ব্লকবাস্টার ছবির পরও তিনি বলেন, “কয়েক বছর ধরে আমি একরকম চরিত্রের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। ‘স্ম্যাশিং মেশিন’ আমার জন্যই যেন ছিল।”

যে ভক্তরা ‘দ্য রক’-এর অ্যাকশন সিনেমা মিস করতে চান না, তাঁদের জন্যও খবর আছে।  তিনি কেভিন হার্ট-এর সঙ্গে ‘জুমানজি ৩’-এ অভিনয় করবেন, যার শুটিং শুরু হবে নভেম্বর মাসে।