নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। এবার এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন 'কালরাত্রি' সিরিজ খ্যাত  পরিচালক অয়ন চক্রবর্তী। 

 

সমাজমাধ্যমে কাটা, কাটা, নির্মেদ ভাষায় অভিযুক্তদের বিরুদ্ধে একহাত নিয়েছেন কালরাত্রি র পরিচালক। লিখলেন – “নেশা করে ড্রাইভ করা অপরাধ। এর পক্ষে কোনো যুক্তিই দেওয়া সম্ভব নয়। গাড়ি কিনতে পারলে, জ্বালানি কিনতে পারলে, একজন গাড়িচালকও অতি অবশ্যই অ্যাফোর্ড করা যায়। যেখানে আপনি আগে থেকেই জানেন যে আপনি নেশা করবেন, সুতরাং আজ আপনার জন্য ড্রাইভ করা নিষিদ্ধ। 

আপনার দায়িত্বজ্ঞানহীনতার জন্য একজন মারা গেছেন, আরেকজন আশঙ্কাজনক। এটা আনঅ্যাক্সেপ্টেবল। যেদিন নেশা করবেন, সেদিন চালক ডাকতে না পারলে গাড়ি নিয়ে বেরোবেন না, সিম্পল। আজকাল কলকাতায় সারারাত অ্যাপক্যাব পাওয়া যায়। তারপরও এগুলো জাস্ট মানা যায় না!”

 

 

আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। অল্প কথায় তিনি জানানলেন – “আমি যেমন ক্ষুব্ধ তেমন লজ্জিত। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কয়েকজনের দায়িত্বজ্ঞানহীনতার জন্য গোটা ইন্ডাস্ট্রির দিকে আঙ্গুল ওঠে! অকারণে মাথা হেঁট হয়ে যায় অনেকের...কী বলব আর!”