আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
২ অক্টোবর নয়, কবে আসছে 'দৃশ্যম ৩'?
গত বছরের শেষ দিকে ঘোষণা করা হয়েছিল যে অজয় দেবগন অভিনীত 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ অর্থাৎ 'দৃশ্যম ৩' এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকা দিন ২ অক্টোবর মুক্তি পাবে। তবে জানা গেল, হিন্দি ভার্সন অক্টোবর মাসে এলেও এই ছবির মালয়লি ভার্সন আগেই বড়পর্দায় আসছে। মোহনলাল এদিন তাঁর ছবির কথা ঘোষণা করে লেখেন 'দৃশ্যম ৩' বিশ্বজুড়ে ২ এপ্রিল, ২০২৬ -এ মুক্তি পাবে। তাঁর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা গিয়েছে একটি পুরোনো দিনের টিভি, একটি ডুবন্ত গাড়ি, একটি মোবাইল, একটা হলুদ ব্যাগ, সিসিটিভি ক্যামেরা এবং একটি স্ক্রিপ্ট। অর্থাৎ ছবির প্রথম দুই ভাগের মূল জিনিসগুলো। 'দৃশ্যম ৩' ছবির মালায়লি ভার্সনে মুখ্য ভূমিকায় প্রতিবারের মতো এই বারেও মোহনলাল থাকবেন, অন্যদিকে হিন্দি ভার্সনে অজয় দেবগন। তবে গত অধ্যায়ে দেখা যাওয়া পুলিশের ভূমিকায় এবার অক্ষয় খান্না থাকবেন না হিন্দি ভার্সনে। তাঁর জায়গায় আসছেন জয়দীপ আহলাওয়াট।
সপ্তাহের মাঝে কিছুটা বাড়ল 'দ্য রাজা সাব' -এর আয়, ৬ দিনে মোট কত লক্ষ্মীলাভ হল?
মারুতি পরিচালিত 'দ্য রাজা সাব' ছবিটির আয় প্রথম সোমবারই বেশ অনেকটা পড়ে গিয়েছিল। মঙ্গলবারও সেই একই ধারা বজায় থাকে। তবে বুধবার, ১৪ জানুয়ারি সপ্তাহের একদম মাঝে একটু হলেও যেন এই ছবির ব্যবসার পালে হাওয়া লাগল। ভারতীয় বক্স অফিসে মুক্তির পর ষষ্ঠ দিনে ৫ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে 'দ্য রাজা সাব'। ফলে বর্তমানে এই ছবির মোট আয় দেশের মাটিতে ১২৫ কোটির কম। অন্যদিকে মুক্তির তিন দিনের মাথায় ছবিটি ১৮০ কোটি বিশ্বজুড়ে আয় করলেও, ৬ নম্বর দিনে ২০০ কোটির গণ্ডি টপকাতে পারেনি। 'দ্য রাজা সাব' ছবিতে মুখ্য ভূমিকায় প্রভাস রয়েছেন। এছাড়াও আছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, জারিনা ওয়াহাব, প্রমুখ।
ভিন ধর্মে বিয়ে, প্রথমে মানতেই চাননি কৃতির মা! কী করে রাজি করিয়েছিলেন নূপুর?
সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন কৃতি শ্যাননের দিদি নূপুর শ্যানন। তবে তাঁর স্বামী স্টেবিন বেন ভিন ধর্মের। তাঁদের বিয়েও প্রথমে খ্রিস্টান মতে, পরে হিন্দু মতে হয়েছে। মেয়ের এই সম্পর্ক নিয়ে প্রথমে নিমরাজি ছিলেন নূপুর-কৃতির মা! শেষ পর্যন্ত কী করে রাজি হলেন? নূপুর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এবং কৃতি পাঁচ বছরের ছোট বড় হলেও বন্ধুর মতো। স্টেবিনের কথা তিনি প্রথম বোনকেই জানিয়েছিলেন। প্রেমিকের গান শুনিয়েছিলেন। সেটা শুনেই মুগ্ধ হন কৃতি। জানান স্টেবিন দারুণ গুণী। এর কিছু পর তিনি তাঁর মাকে জানানোয় তিনি প্রথমে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। তখন কৃতি তাঁদের মাকে বলেন যে তিনি স্টেবিনের সঙ্গে দেখা করেছেন, তাঁর গান শুনেছেন। ভীষণ গুণী সে, পরিশ্রমী। এরপর তাঁদের মা রাজি হন। স্টেবিনের সঙ্গে আলাপ হওয়ার পর সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব কেটে যায়।
