নিজস্ব সংবাদদাতা: এক সময়ের 'টিআরপি টপার' জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। যদিও সময়ের সঙ্গে সঙ্গে গল্পে এসেছে নতুন মোড়, হাতছাড়া হয়েছে শীর্ষস্থানও। যদিও এখনও রমরমিয়ে চলছে এই মেগা। জানা যাচ্ছে, আচমকাই এই মেগা ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য। 

 


হঠাৎই  ধারাবাহিক ছেড়ে দিলেন পরিচালক। এতদিন 'জগদ্ধাত্রী'র পরিচালনা করছিলেন সুকমল নাথ। সমাজমাধ্যমে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। পরিচালক লেখেন, ‘জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে। একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরব, নতুন কোনও গল্পের সঙ্গে নতুন রূপে।’

 

 

ঠিক কী কারণে মাঝপথেই ধারাবাহিক ছাড়লেন পরিচালক? জানা যাচ্ছে, নতুন মেগা পরিচালনার প্রস্তাব এসেছে সুকমল নাথের কাছে। তাই তড়িঘড়ি এই ধারাবাহিক ছাড়লেন তিনি। যদিও টলিপাড়ার অন্দরের গুঞ্জন চ্যানেলের সঙ্গে অভন্তরীণ বচসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন সুকমল। পরিচালক ধারাবাহিক ছাড়তে কি এবার শেষের ঘন্টা বাজবে 'জগদ্ধাত্রী'র? যদিও এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ।