সংবাদসংস্থা মুম্বই: মহাকুম্ভে মোনালিসা ভোঁসলের রূপে মুগ্ধ হয়েছিল গোটা নেটপাড়া। এই ভাইরাল গার্লকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে ছবির প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সোমবার ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেফতার হন সনোজ। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ। যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকে তাঁর সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। ২০২১ সালে ১৭ জুন এই পরিচালক তাঁকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন, তিনি প্রথমে রাজি হননি। কিন্তু সেই সময়ে পরিচালক তাঁকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ।
এমনকী, তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন রোজ। তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক।
প্রসঙ্গত, মোনালিসাকে নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি ছবি তৈরির পরিকল্পনা করছিলেন সনোজ। কিন্তু এখন পরিচালকের গ্রেফতারিতে কোন দিকে মোড় নেবে ছবির ভবিষ্যৎ?
