নিজস্ব সংবাদদাতা: একদিকে ইশা সাহা, অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার। মাঝে বন্ধুত্বের সেতু। পরিচালক রোহন সেনের আসন্ন ছবি 'নায়িকা'তে টলিউডের এই দুই তাবড় অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যেই শহরে শুরু হয়ে গেছে এই ছবির শুটিং। দুই 'নায়িকা' মধ্যে সমীকরণ নিয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন পরিচালক।

রোহন জানান, পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁর ধ্যান জ্ঞান। তাঁর ছবিতে যেভাবে নারী চরিত্রগুলো ফুটে উঠত, সেরকম আর কোনও ছবিতে দেখা যায়না। বরাবরই রোহনের ইচ্ছে ছিল নারী কেন্দ্রিক ছবি তৈরি করার। যেখানে নারীদের মনের গহনকে খুব পরিস্কারভাবে দর্শক দেখতে পারবেন। তাই 'নায়িকা'র ভাবনা। পরিচালকের কথায়, ইশা এবং প্রিয়াঙ্কা দু'জনেই এই ছবিতে একে অপরের পরিপূরক। এই দু'জন ছাড়া ছবিটি সম্ভব হতনা। তা কয়েকদিন শুটিং করেই বুঝেছেন তিনি। গল্পটা যেহেতু নারী কেন্দ্রিক তাই দু'জন অভিনেত্রীর অনস্ক্রিন এবং অফস্ক্রিন সম্পর্ক ভাল হওয়া প্রয়োজন। তাই তাঁর মতে, ছবিতে বন্ধুত্বের অভিনয় যেন বাস্তবেও প্রভাবিত করবে ইশা, প্রিয়াঙ্কাকে।

'নায়িকা'র গল্পে দেখা যাবে, এক জন চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী। অন্য জন গৃহবধূ। সমাজের বিপরীত মেরুর দুই নারী এক সময়ের কাছের বন্ধু ছিল। এরপর তাঁদের ঘটনাচক্রে দেখা হয়। তারপর বদল ঘটে দু'জনের জীবনেই। এই নিয়েই এগোয় গল্প। ছবিতে ইশার চরিত্রটির নাম রায়া। অন্য দিকে, গৃহবধূ প্রিয়াঙ্কার চরিত্রের নাম সোহিনী। দুই অভিনেত্রীর দু'জনেই সিনেমা থেকে সিরিজের জগতে নিজের জায়গা পাকা করেছেন। এবার তাঁদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শক।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার, শুভ্রজিৎ দত্ত সহ অন্যান্যরা।