আজকাল ওয়েবডেস্ক: ওপেন করতে নেমে ১৫ বলে ৩৮ রান করেছিলেন তিনি। সেই ইনিংসে ছিল চারটি ছক্কা ও দু'টি চার।
তবুও সুপার ওভারে নামানো হয়নি বৈভব সূর্যবংশীকে। তিনি না নামায় এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ-এ দলের কাছে হার মানে ভারত-এ দল।
সেই সূর্যবংশী কলকাতায় খেলবেন। সৈয়দ মুস্তাক আলিতে এলিট গ্রুপ বি-র ম্যাচগুলো হবে ইডেনে ও সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে।
বিহার রয়েছে গ্রুপ বি-তে। সূর্যবংশী বিহারের সহ অধিনায়ক। বিহারের প্রথম ম্যাচ ২৬ নভেম্বর। বিহারের প্রতিপক্ষ চণ্ডীগড়। তার পরেও রয়েছে একাধিক ম্যাচ। সূর্যবংশীকে দেখা যাবে কলকাতায় খেলতে।
আইপিএলের মেগা নিলামে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছিলেন বৈভব সূর্যবংশী। তিনি যা ধরেছেন তাতেই সোনা ফলাচ্ছেন। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। আবার সেঞ্চুরিও হাঁকান।
তাঁর বিশাল বিশাল সব ছক্কা হাঁকানো দেখে অবাক হয়ে যান ওমানের ক্রিকেটাররাও।
আরিয়ান বিস্ত ও সময় শ্রীবাস্তব অবাক, ১৪ বছরের একটা ছেলে কীভাবে এত লম্বা ছক্কা মারতে পারে।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান বলেছেন, ''বৈভব সূর্যবংশীকে আমরা কেবল টিভিতে দেখেছি। এবার ওর বিরুদ্ধে খেলব।''
তাঁর সংযোজন, ''১৪ বছর বয়সি এক ক্রিকেটার এত জোরে বল মারতে মারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না।''
