আজকাল ওয়েবডেস্ক: মার্কো ইয়ানসেন সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন গুয়াহাটিতে। দক্ষিণ আফ্রিকা যখন ধসে যাওয়ার উপক্রম হয়েছে, ঠিক তখনই মুথুসামীর পাশে দাঁড়িয়েছিলেন ইয়ানসেন। প্রথম ইনিংসে প্রায় পাঁচশো রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে অবদান রয়েছে ইয়ানসেনের। আবার বল হাতেও ভারতের ইনিংসকে তিনি ভেঙেছেন।
ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, প্রোটিয়া এই অলরাউন্ডারকে মানকাডিং করা সহজ। কিন্তু ভারতীয়রা তো ইয়ানসেনকে মানকাডিং করার চেষ্টাও করেননি। চলতি দ্বিতীয় টেস্টে অশ্বিন প্রশংসা করেন ইয়ানসেনের। তিনি বলেন, ''দুর্দান্ত এক ট্যালেন্ট ইয়ানসেন। লম্বা লিভারের জন্য ওর ব্যাট সুইং ভাল। দিনকে দিন বল করতে নেমেও ভাল করছে।''
এক নেটব্যবহারকারী অশ্বিনের কাছে জানতে চেয়েছেন, ''আপনি কি বলতে চাইছেন লম্বা লিভারের জন্য মানকাডিং করা কঠিন ইয়ানসেনকে?'' জবাবে অশ্বিন বলেছেন, ''খুবই সহজ।''
ইয়ানসেন এদিন ভারতীয় ব্যাটিংকে ভেঙেছেন। প্রায় ২০ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের বিনিময়ে ছ'উইকেট নেন।
ইয়ানসেনের দৌরাত্ম্যে গুয়াহাটিতেও লজ্জার মুখে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে পিছিয়ে ঋষভ পন্থরা। হার শুধু সময়ের অপেক্ষা। ২৫ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের হাতছানি। শেষবার ১৯৯৯-২০০০ সালে দুই ম্যাচের সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারও সেদিকেই এগোচ্ছে। গুয়াহাটিতে প্রথম ইনিংসের শেষে ২৮৮ রানে পিছিয়ে ছিল ভারত। ফলো অন করাতেই পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করার কোনও ঝুঁকি নিতে চায়নি প্রোটিয়ারা। বরং, টিম ইন্ডিয়ার ওপর রানের পাহাড় চাপিয়ে দেওয়া লক্ষ্য। তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৬ রান দক্ষিণ আফ্রিকার। যতই ঘরের মাঠ হোক না কেন, এই জায়গা থেকে জয়ে ফেরা এককথায় অসম্ভব।
