নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত বিশিষ্ট পরিচালক পার্থ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বাঙালি পরিচালক শুধু টলিউডেই জনপ্রিয়তা লাভ করেননি। বলিউডেও বক্স অফিস ছাপিয়ে গিয়েছিল তাঁর পরিচালিত ছবি। ১৯৮৫ সালে পার্থ ঘোষ অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন।

 

 

 

 

তিনি বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছেন ৷ বিপুল খ্যাতি পেয়েছেন জ্যাকি শ্রফ-মাধুরী দীক্ষিত অভিনীত '১০০ ডেজ' ছবির মাধ্যমে। মিঠুন চক্রবর্তী অভিনীত 'তিসরা কৌন', 'দালাল', নানা পাটেকর-মনীষা কৈরালা অভিনীত 'অগ্নি সাক্ষী'র মতো ছবিগুলো রয়েছে তাঁর পরিচালিত ছবির তালিকায়। তাঁর ছবি 'তিসরা কৌন'-এ মিঠুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ হয় ঋতুপর্ণার। এমনকী জনি লিভারকেও প্রথম বাংলা ছবিতে অনেক পার্থ ঘোষ।

 

 

 

 

জানা গিয়েছে পরিচালক হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ সময় ধরেই ৷ তিনি মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকতেন৷ বহুদিন ধরেই ছবির জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। সোমবার মুম্বইয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষ। পরিচালকের প্রয়াণে ভেঙে পড়েছেন স্ত্রী গৌরী ঘোষ৷ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতেও।