সংবাদ সংস্থা মুম্বই: প্রথমে ছিলেন বন্ধু। সেখান থেকে সহকারী, তারপর সহকর্মী পরিচালক, তারপর শত্রু এবং ফের গভীর বন্ধু। এভাবেই ছোট্ট করে ব্যাখা করা যায় নিখিল আদবানি এবং করণ জোহরের সম্পর্ককে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরে তারকাদের মধ্যে চলা নানা বিবাদ বাক্স-প্যাঁটরা হাট করে খুলে বসলেন 'কল হো না হো' ছবি খ্যাত পরিচালক নিখিল আদবানি। দু'দশক পুরনো করণ জোহরের সঙ্গে তাঁর কুখ্যাত ঝামেলার আসল কারণ নিয়ে মুখ খুললেন তিনি, তেমনই জানিয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, গোবিন্দা সম্পর্কিত ঝগড়া-ঝামেলার কথাও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, করণের বাবা প্রয়াত প্রযোজক যশ জোহরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই জায়গা থেকে করণের সঙ্গে বন্ধুত্ব এবং 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি থেকে তাঁর প্রধান সহকারীর দায়িত্ব পালনের শুরু। তবে গণ্ডগোলটা বাধে যখন তাঁর পরিচালনায় 'কল হো না হো' বক্স- অফিসে দুর্দান্ত সফল হয়। সে ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। নিখিলের দাবি, এই ছবির সাফল্যের জন্য প্রাপ্য সম্মান তিনি পাননি। অন্যদিকে, করণের মনে হয়েছিল যোগ্যতা অনুযায়ী যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে নিখিলকে। তার উপর ইন্ডাস্ট্রির কেউ কেউ ফিসফাস শুরু করেন যে এই ছবির অনেকাংশ নাকি করণ নিজেই পরিচালনা করে দিয়েছেন! পাল্টা গুঞ্জন শুরু হয়, নিখিল নাকি 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে পরিচালক হিসাবে করণের নামাঙ্কিত ছবির আসল নির্দেশক!
ঝগড়া বেড়েই চলে। নিখিল জানান, এই ঝগড়া কোনও 'ক্রিয়েটিভ ক্ল্যাশ' ছিল না, ছিল 'ইমোশনাল ক্ল্যাশ'। তাঁর প্রশ্ন, 'আমি রেগে গিয়েছিলাম, কেন করণ আমার ব্যাপারে মতামত অন্যদের বলা কথার উপর ভিত্তি করে তৈরি করছে, যেখানে আমরা এত বছরের ঘনিষ্ঠ বন্ধু! প্রচণ্ড রাগ হয়েছিল। করণেরও হয়েছিল। বিরাট ঝামেলা হয়েছিল। তারপর মনখারাপের চোটে বেড়িয়ে এসেছিলাম 'ধর্মা প্রোডাকশনস' ছেড়ে।
তবে এখন যে তাঁদের মধ্যে রয়েছে স্রেফ নিপাট বন্ধুত্ব, সেকথাও জানাতে ভুললেন না নিখিল। "২০ বছর পেরিয়ে গিয়েছে তারপর। করণ আর আমি সত্যি দারুণ বন্ধু। আসলে, দু'জনেই বুঝেছি ছবি থাকবে ছবির জায়গায় আর জীবন থাকবে নিজের জায়গায়। "
কথাশেষে নিখিল আরও জানান, জন আব্রাহামের সঙ্গে তাঁর একবার দারুণ ঝামেলা হয়েছিল। বেশ কিছু সময় ধরে দু'জন দু'জনকে পাশ কাটিয়ে চলে যেতেন। তবে সেসবও মিটেছে। তারপর জনের সঙ্গে একাধিক ছবি করেছেন তিনি। গত বছরে 'বেদা' ছবি-ই সেকথার জলজ্যান্ত প্রমাণ। সে ছবির পরিচালক তিনি, নায়ক জন। এও জানা গেল, গোবিন্দা এবং অনিল কাপুরের সঙ্গে চরম কথা কাটাকাটির জেরে তাঁদের সঙ্গে ১০ বছর কথা বলেননি নিখিল!
