একদিকে যখন তাঁর প্রযোজনায় সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্তা অভিনীত ছবি ‘বধ ২’ মুক্তির অপেক্ষায়, ঠিক সেই সময়েই নতুন ছবির পরিকল্পনা নিয়ে ফের আলোচনায় পরিচালক লভ রঞ্জন। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, লভ রঞ্জন এবার একটি জমাটি অ্যাকশন থ্রিলার বানাতে চলেছেন, যেখানে মুখ্যচরিত্রে দেখা যাবে অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং তামান্না ভাটিয়াকে।

ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও, আপাতত এর অস্থায়ী শিরোনাম রাখা হয়েছে ‘রেঞ্জার’। এই বিষয়ে নিজেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে লভ রঞ্জন জানান,“‘রেঞ্জার’ এখন শুধুই একটি টেন্টেটিভ টাইটেল। এ ছবির জন্য উপযুক্ত একটি নাম খুঁজেছি আমরা। ছবির মুক্তি তো এখনও প্রায় ১১ মাস দূরে, তাই আশা করছি তার মধ্যেই এই নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারব আমরা।” একই সঙ্গে ছবির মুক্তির সময়ও নিয়েও স্পষ্ট করেছেন তিনি। পরিচালক নিশ্চিত করেছেন, চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে ছবিটি।

 

এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অজয় দেবগণ ও সঞ্জয় দত্তের প্রথম অ্যাকশন জুটি। দীর্ঘ কেরিয়ারে তাঁরা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও, আশ্চর্যজনকভাবে কখনও অ্যাকশন ঘরানায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। বিষয়টি নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন লভ রঞ্জন। তাঁর কথায়,“২৫ বছরেরও বেশি সময়ে অজয় স্যার আর সঞ্জু স্যার অনেক ছবি একসঙ্গে করেছেন, কিন্তু কোনও অ্যাকশন ফিল্ম নয়। এটা সত্যিই অবাক করার মতো। এবার প্রথমবার তাঁদের অ্যাকশন ছবিতে একসঙ্গে দেখা যাবে, এটাই এই ছবির অন্যতম রোমাঞ্চকর দিক।”

এর আগে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে ‘মেহবুবা’, ‘হম কিসিসে কম নাহিন’, ‘অল দ্য বেস্ট’, ‘রাস্ক্যালস’ ও ‘সন অফ সর্দার’-এর মতো ছবিতে। পাশাপাশি সলমন খানের ‘রেডি’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন সঞ্জয়-অজয় এবং অজয়ের ‘রাজু চাচা’ ছবিতেও এজ ঝলকের জন্য দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। যদিও দু’জনেই আলাদা ভাবে ‘এলওসি কার্গিল’, ‘ট্যাঙ্গো চার্লি’ এবং ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র মতো অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন, তবে কোনও ছবিতেই তাঁদের অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি।

">

এদিকে লভ রঞ্জনের বর্তমান ব্যস্ততা ‘বধ ২’ ঘিরেই। ৬ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পেতে চলা এই ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন জসপাল সিং সান্ধু। লভ ফিল্মসের ব্যানারে অঙ্কুর গর্গের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে আগের পর্বের মতোই বাস্তবতা ও তীব্রতার ছাপ বজায় থাকবে বলেই নির্মাতাদের দাবি।