নিজস্ব সংবাদদাতা: দোলপূর্ণিমার দিনও বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায় বাবা, বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা যাচ্ছে, বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৪ মার্চ, শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেব মুখোপাধ্যায়। আজ বিকেল চারটায় মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা, যেমন কাজল, অজয় দেবগণ, রানি মুখোপাধ্যায় ও তনুজা৷ এছাড়াও থাকতে পারেন হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
ভারতীয় সিনেমার দুনিয়াতে দেব মুখোপাধ্যায়ের বিশেষ অবদান রয়েছে। তিনি 'অভিনেত্রী', 'এক বার মুসকুরাদো', 'আঁসু বান গে ফুল', 'কিং আঙ্কেল', 'কামিনে' এবং 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কী'-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
গত বছর, দুর্গাপুজোর সময়, দেব মুখোপাধ্যায় তাঁর ভাইঝি, অভিনেত্রী কাজল এবং রানির সঙ্গে উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এর কিছুদিনের মধ্যেই নাকি অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা।
