আজকাল ওয়েবডেস্ক: বরাবরই তিনি ঠোঁটকাটা। অপ্রিয় সত্যি বলতে কখনওই পিছপা হন না পরিচালক অনুরাগ কাশ্যপ। ফের একবার ছবি তৈরি নিয়ে সাংবাদিকদের বাউন্সার বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির বায়োপিক বানানো থেকে শুরু করে শাহরুখ খানের ফোন এবং আলিয়া ভট্টের সাহস- নানা বিষয়ে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন: বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুস দু’জনেই সাবধান করেছিলেন! ২০২৫-এর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী শুনে কাঁপছে গোটা বিশ্ব
ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলিকে নিয়ে বায়োপিক বানাতে আগ্রহী কি না, এই প্রশ্নের উত্তরে অনুরাগ সাফ জানিয়ে দেন, তিনি বিরাটের বায়োপিক বানাতে আগ্রহী নন। তিনি বলেন, “আমি নিশ্চিত নই, তবে সম্ভবত আমি বিরাটের জীবনীচিত্র বানাব না। তার কারণ বিরাট নিজেই একজন নায়ক। ও এমনিতেই বহু মানুষ, বহু শিশুর কাছে নায়ক। আমি যদি বায়োপিক বানাই, তবে এমন এক জনকে বাছব যাঁর জীবন অনেক বেশি জটিল, অনেক কঠিন।”
তবে বিরাটের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধার কথাও জানাতে ভোলেননি অনুরাগ। অনুরাগের বক্তব্য, “বিরাট একজন অসাধারণ মানুষ। আমি ওকে ব্যক্তিগত ভাবে চিনি। একদম মাটির মানুষ, খুবই আবেগপ্রবণ। এক কথায় অবিশ্বাস্য ব্যক্তিত্ব।”
শুধু বিরাট কোহলি নন, শাহরুখ থেকে আলিয়া, অনেককে নিয়েই কথা বলেন অনুরাগ। জানান, শাহরুখ খান সব সময়েই তাঁর কাজের প্রশংসা করতে ব্যক্তিগত ভাবে ফোন করেন। পরিচালকের কথায়, “যখনই ওঁর কিছু ভাল লাগে, আমার কাছে ফোন আসে। ‘সেক্রেড গেমস’ বা ‘একে ভার্সাস একে’-র সময়েও ফোন পেয়েছিলাম।”
আরও পড়ুন: ৩ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘আঠা’ আবিষ্কার চীনের বিজ্ঞানীদের, বদলে যাবে চিকিৎসাশাস্ত্রের রূপরেখা?
এর পরই কথা প্রসঙ্গে আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ হন পরিচালক। তাঁর মতে, আলিয়া নিজের ইচ্ছেমতো জীবনযাপন করে বলিউডের বহু জীর্ণ ধ্যানধারণাকে ভেঙে দিয়েছেন। বিয়ে বা মাতৃত্বের পর অভিনেত্রীদের কেরিয়ার যে থেমে যায় না, তা তিনি প্রমাণ করেছেন। আবেগতাড়িত হয়ে অনুরাগ বলেন, “আলিয়া এই ইন্ডাস্ট্রির বহু বছরের এক অভিশাপকে ছুড়ে ফেলে দিয়ে বলেছে, ‘গোল্লায় যাক সব!’ কারণ ও এগিয়ে এসে নিজের জীবনটা নিজের মতো করে কাটাচ্ছে এবং অভিনয়ও করে চলেছে। আমার মনে হয়, ওর এই পদক্ষেপ দেখে আরও অনেকেই সাহস পেয়েছেন। এটা খুব জরুরি। বিয়ে, সম্পর্ক বা মাতৃত্ব- এসব এক জন অভিনেত্রীর কেরিয়ারকে কেন প্রভাবিত করবে? আলিয়া সেই দেওয়ালটাই ভেঙে দিয়েছে। ও এক জন অসাধারণ অভিনেত্রী। এর জন্য ওকে কুর্নিশ।”
প্রসঙ্গত, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ (২০১২), ‘আগলি’ (২০১৩) এবং ‘রমন রাঘব ২.০’ (২০১৬)-এর পর অনুরাগ কাশ্যপ ফিরছেন তাঁর নিজস্ব ঘরানায়। নতুন ছবি ‘নিশাঞ্চি’ নিয়ে। ২০০০ সালের শুরুর দিকের উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে তৈরি এটি একটি বাস্তববাদী ড্রামা। এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক ঘটছে বালাসাহেব ঠাকরের নাতি ঐশ্বর্য ঠাকরের। ছবিতে তাঁকে বাবলু ও ডাবলু নামের দুই ভাইয়ের দ্বৈত চরিত্রে দেখা যাবে, যাদের মতাদর্শগত সংঘাতই ছবির মূল চালিকাশক্তি।