সংবাদ সংস্থা মুম্বই: সোমবার ৪১ বছরে পা দিলেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গান দিলজিৎ। গত বছর আমেরিকা ও কানাডায় তুলকালাম শুরু হয়েছিল এই পাঞ্জাবি গায়ক-অভিনেতার কনসার্ট ঘিরে। কানাডায় কনসার্টের আগে দিলজিতের সঙ্গে দেখা করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই 'অমর সিং চমকিলা', ‘জাঠ অ্যান্ড জুলিয়েট ৩’, ‘উড়তা  পাঞ্জাব’, ‘সুরমা’, ‘গুড নিউজ’ ও আরও অনেকে ছবিতে দিলজিতের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দিলজিতের দরাজ গলা। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সেই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে বিশেষ পরামর্শও নাকি দিয়েছিলেন দিলজিৎ। এই জল্পনা আরও দানা বেঁধে দিলজিতের জন্মদিনে। কান পাতলেই ইতিউতি প্রশ্ন শোনা যাচ্ছে, দিলজিতের সেই পরামর্শ অনুযায়ী, বিদেশের মতো ভারতেও কি বিরাট বিরাট সঙ্গীত উৎসব হতে পারে।

 


প্রধানমন্ত্রীকে দিলজিৎ একটি আর্জি জানান –বিদেশে ‘কোচেলা’ (ক্যালিফোর্নিয়ার সঙ্গীত উৎসব) বা অন্য সব সঙ্গীত অনুষ্ঠান উৎসব বিরাট আকার নিয়েছে। আমরাও এমন বড় কিছু করতে পারি। এমন উৎসবে দেশ-বিদেশ থেকে মানুষ আসে। বিদেশের মতো ভারতেও বড় ধরনের সঙ্গীত উৎসব হতে পারে, মনে করেন দিলজিৎ। মোদীকে এই গায়ক পরামর্শ দিয়েছেন, ভারতেও এমন বড় মাপের উৎসব হওয়া উচিত। তা হলে সারা বিশ্ব থেকে এই দেশে মানুষ আসবেন। দিলজিতের কথায়, “সারা বিশ্বে সৃজনশীলতার কেন্দ্র হয়ে উঠবে ভারত।” 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)