সদ্যই ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখলেন দিব্যজ্যোতি দত্ত। এর আগে দীর্ঘ সময় তিনি 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের 'সূর্য' হিসেবে নজর কেড়েছেন। অভিনেতার অসাধারণ অভিনয়ের কথা তো সকলেই জানেন, সম্প্রতি 'চৈতন্য' রূপে নতুন করে মুগ্ধ করেছেন। কিন্তু তাঁর যে আরও একটি বিশেষ গুণ আছে সেটা কি জানেন? কী সেই গুণ? দিব্যজ্যোতি দত্ত অসাধারণ গানও গাইতে পারেন। 

সম্প্রতি দিব্যজ্যোতি দত্ত ফেসবুকের পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তাঁকে মাইক হাতে গান গাইতে দেখা যাচ্ছে। বাংলাদেশি গায়ক আইয়ুব বাচ্চুর জনপ্রিয় এবং কালজয়ী গান 'সেই তুমি' গাইতে শোনা যাচ্ছে অভিনেতাকে এই ভিডিওতে। এটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'আমি গান গাইতে জানি না। আমার ভুল ক্ষমা করবেন। আমি একটু চেষ্টা করলাম।' কিন্তু অভিনেতা যতই বলুন না কেন, তিনি 'একটু চেষ্টা' করেছেন, সেটা মোটেই মানতে নারাজ তাঁর অনুরাগীরা। তাঁর এই গানে রীতিমত 'বোল্ড আউট' হয়েছেন সকলে। প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট বক্স। 

এক ব্যক্তি লেখেন, 'এ তো পুরো ছোট আইয়ুব বাচ্চু।' আর এক ব্যক্তি লেখেন, 'খুবই ভাল হয়েছে। আস্তে আস্তে আরও উন্নতি হবে। চালিয়ে যান।' এক নেটিজেন লেখেন, 'চৈতন্যদেবের এই পরিবর্তন অনবদ্য। খুব ভাল লাগল।' দিব্যজ্যোতির এক বাংলাদেশি অনুরাগী লেখেন, 'খুবই সুন্দর। ধন্যবাদ আমাদের বাংলাদেশের লেজেন্ড ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর গান গাওয়ার জন্য।' অনেকের মতেই তিনি নাকি 'জুনিয়র আইয়ুব বাচ্চু'। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দিব্যজ্যোতি দত্তকে দর্শক শেষবার 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখেছেন। এই ছবিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় চৈতন্যদেবের সময়কালের পাশাপাশি নটী বিনোদিনীর করা চৈতন্যলীলা এবং সমসাময়িককালকে তুলে ধরেছিলেন। সেখানেই চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত। এই ছবির জন্য প্রায় ১৯ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। ছবিতে তাঁর করা অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। দর্শক এবং সমালোচক দুইয়ের থেকেই তারিফ পেয়েছে। গত বছরের বড়দিনের সময় ২৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, আরাত্রিকা মাইতি, ব্রাত্য বসু, প্রমুখকে দেখা গিয়েছে। বক্স অফিসে বেশ ভালই সাড়া পেয়েছে এই ছবি।