বেশ অনেক দিন ধরেই ম্রুণাল ঠাকুর ও ধনুষের প্রেমের গুঞ্জন চলছে টিনসেল টাউনে। দক্ষিণী সুপারস্টার নাকি বলিউডের মিষ্টি নায়িকার প্রেমে হাবুডুবি খাচ্ছেন। প্রমাণ হিসেবে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ও ছবি। তবে গুঞ্জন যতই বাড়ুক, এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকা। তবে এবার শোনা যাচ্ছে, গুঞ্জন নাকি সত্যি হতে চলেছে। শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধবেন ধনুষ ও ম্রুণাল! 

সম্প্রতি বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে, ধনুষ ও ম্রুণালের সম্পর্ক নাকি এখন বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে এবং তাঁরা খুব তাড়াতাড়ি জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। এমনকী, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালেন্টাইন্স ডে-তেই নাকি তাঁদের বিয়ের দিন ঠিক করা হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। প্রেমের দিনের সঙ্গে বিয়ের তারিখ মিলে যাওয়ায় এই গুঞ্জনে আরও বেশি আকর্ষণ কেড়েছে ভক্তদের।

বলিপাড়ার খবর, খুবই ব্যক্তিগত ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন ধনুষ ও ম্রুণাল। বড় কোনও আয়োজন, তারকাখচিত রিসেপশন বা মিডিয়ার ভিড়,  কিছুই নাকি থাকছে না। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই নাকি বিয়ে সারবেন তাঁরা। ইদানীং তারকাদের মধ্যে বর্তমানে ব্যক্তিগত জীবন গোপন রাখার প্রবণতা বেড়েছে, সেই দিক থেকেই এই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।

ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বিনোদন দুনিয়ার শিরোনামে এসেছে। রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘ দিনের দাম্পত্য জীবন ছিল অভিনেতার। সেই বিবাহ বিচ্ছেদের পর ধনুষ নিজের কাজেই মন দেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই চুপচাপ থাকতে পছন্দ করেন। অভিনয় দক্ষতা আর একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। তাই হঠাৎ করে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

তবে এই সব খবরের মাঝেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ম্রুণাল ঠাকুর আগেই এক সাক্ষাৎকারে ধনুষের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ধনুষ তাঁর খুব ভালো বন্ধু মাত্র। প্রেম বা বিয়ের গুঞ্জনকে তিনি তখন ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন। সেই কারণেই নতুন করে ভালেন্টাইন্স ডে-তে বিয়ের খবর সামনে আসায় অনেকেই বিষয়টিকে গুজব বলেই মনে করছেন।

এখনও পর্যন্ত ধনুশ বা ম্রুণাল, কারও তরফেই বিয়ে নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। না সোশ্যাল মিডিয়ায়, না কোনও প্রেস বিবৃতিতে, কোথাও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। তাই সত্যিই তাঁরা বিয়ের পথে হাঁটছেন কিনা, নাকি সবটাই শুধুই গসিপ, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে অনুরাগীদের।