তপন সিনহা পরিচালিত "গল্প হলেও সত্যি" দেখে আজও আমরা ভাবি সত্যি যদি এমন এক আসতেন আমাদের জীবনে, পরিচালক নিরুপম দত্তর প্রথম ছবি মহারাজের মাধ্যমে আবারও কি বড় পর্দায় ফিরছেন ধনঞ্জয়? 

যত দিন যাচ্ছে আমাদের জীবন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে, রোজকার এই বিরক্তিকর জীবনে আমরা সকলেই বোধহয় চাই একটা ম্যাজিক, পরিচালক নিরুপম দত্ত মহারাজের মাধ্যমে সেই খোঁজ দিলেন আরও একবার। এক বিবাহিত দম্পতি রাহুল ও নন্দিনী, প্রত্যেকের মতই পেশা ও পরিবারকে সামলানো তাদের কাছে বড়ই কঠিন। অতিরিক্ত দায়িত্ব থেকে আসা বিরক্তি, একঘেয়েমি, ধীরে ধীরে বদলে দিতে থাকে তাদের সম্পর্ক। ঠিক এই জায়গা থেকেই চেনা গল্পটা আসলে অচেনা হতে থাকে, কারণ গল্প হলেও সত্যি হয়। তাদের জীবনে আসে মহারাজ, মহারাজের কারণে রাহুল নন্দিনীর বাস্তব জীবনটা কখন যেন একটু একটু করে রূপকথা হয়ে যেতে শুরু করে, আর তারপরই হঠাৎ একদিন উধাও মহারাজ। এরপর কি তাহলে আবার সেই আগের জীবন? কে এই মহারাজ? তাকে কি পায় না? মহারাজের আসল উদ্দেশ্যটাই বা কি?

ট্রেলার দেখার পর থেকে এমনই নানান আসবে সকলের মাথায়। তবে আবারও মনে পড়ে যাবে ধনঞ্জয়ের কথা, তবে এই মহারাজ কে নিয়ে আরো অনেক বেশি প্রশ্ন তুলে দিচ্ছেন পরিচালক। মুসাফির স্টোরিজের প্রযোজনায় নিরুপম দত্তের প্রথম পরিচালিত ছবি মহারাজ, পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন নিরুপম। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অমৃতা গগন চক্রবর্তী, সৌরদীপ্ত মুখোপাধ্যায়, গৌরব মুখটি সহ একাধিক শিল্পীরা। ৩ মে বড়পর্দায় আসছে মহারাজ। আসলে এই মহারাজ কে? রাহুল এবং নন্দিনীর মতো উত্তর পেতে গেলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ছবিটি।