এক দশকেরও বেশি সময় পর ২০২৫ সালে আবারও বড়পর্দায় ফিরেছিল 'দেশু' জুটি। ২০০৯ সাল থেকে ২০১৩-১৪ এর মধ্যে পাঁচটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলাই বাহুল্য, এই যুগের বাংলার ছবির অন্যতম হিট এবং আইকনিক অনস্ক্রিন জুটি ছিল তাঁদের। কিন্তু ব্যক্তিগত জীবন দু'জনের দুই খাতে বয়ে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি। কিন্তু গত বছর 'ধূমকেতু' ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা যায়, ছবিটি বক্স অফিসে যেভাবে ব্যবসা করে তারপর আবারও ২০২৬ সালে নতুন ভাবে ফিরছে সেই জুটি। আবারও এত বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন দেব এবং শুভশ্রী। তার আগে এই জুটি নিয়ে কী বললেন অভিনেতা? 

'দেশু' জুটি প্রসঙ্গে 'প্রজাপতি ২' ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে দেব বলেন, "দেশু নিয়ে আমরাও প্রচণ্ড উত্তেজিত। দর্শক মহল থেকে যেভাবে এক্সাইটমেন্ট দেখছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমার বাড়ছে আরও বিশেষ করে, কারণ দেব এন্টারটেইনমেন্ট পুরো দায়িত্ব নিয়ে রেখেছে। আমি এতটুকুই জানাতে চাই, এতদিন দেব, শুভশ্রীকে দর্শক যেভাবে দেখেছে, আমরা একসঙ্গে ৬টা ছবি করেছি, সাত নম্বর ছবিটা ছয়টা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতোই হবে। সমস্ত জিনিস মাথায় রেখেই স্ক্রিপ্ট লেখা হচ্ছে। একটা নতুন জিনিস হবে, কিন্তু ঘরানার, কেমন ছবি হবে সেটা নিয়ে আমি প্রযোজনা সংস্থাকে অনুরোধ করব একটা প্রেস কনফারেন্স করার।" 

কিন্তু অভিনেতা এদিন একই সঙ্গে কড়া ভাষায় জানিয়ে দেন এই জুটি নিয়ে যেন আর অন্য কোনও পরিচালক, প্রযোজককে প্রশ্ন না করা হয়। তাঁর মতে বিষয়টা 'অপমানজনক'। দেব এদিন তাঁর বক্তব্যে বলেন, "আজকের পর থেকে কোনও অভিনেতা, পরিচালক, প্রযোজক কাউকে জিজ্ঞেস করবেন না দেশু নিয়ে। বিষয়টা খুব অপমানজনক বলে মনে হয়। আমার নিজে অপমানিত লাগছে। এটা ঠিক নয় নীতিগতভাবে ঠিক নয়। দেশু নাম যেখানেই দেখছে, মানুষ সেখানেই ক্লিক করছে। এটা ভাল জিনিস। কিন্তু চাই না অন্য কাউকে এটা নিয়ে প্রশ্ন করা হোক।" 

প্রসঙ্গত, 'ধূমকেতু' ছবিটি ২০১৫ সালে শুটিং করা হয়েছিল। কিন্তু নানা কারণে এত বছর মুক্তি পায়নি। অবশেষে ১০ বছর পর সমস্ত জটিলতা কাটিয়ে বড়পর্দায় আসে ২০২৫ সালে। এরপর ২০২৬ সালের প্রথম দিনই দেব সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান চলতি বছরের পুজোয় ফিরছে 'দেশু' জুটি। এটি তাঁদের সপ্তম ছবি হবে। কিন্তু গল্প কী, ছবির নাম বা পরিচালক কে হবেন এখনও কিছুই জানানো হয়নি। তবে দেব এবং শুভশ্রীর জুটিকে লঞ্চ করেছিলেন পরিচালক রাজ। তাঁরই একাধিক ছবিতে এই জুটিকে দেখা গিয়েছিল। তবে কি রাজ চক্রবর্তীই তাঁদের সপ্তম ছবিটি ফের পরিচালনা করবেন? এই বিষয়ে দেব বলেন, "রাজ দারুণ চলচ্চিত্র নির্মাতা। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে অন্যতম দক্ষ পরিচালক। ওকে অনেক শুভেচ্ছা। কিন্তু আমরা এখনও চূড়ান্ত করতে পারিনি যে কে পরিচালক হবেন। ভাবনা, চিন্তা চলছে। আশা করছি মাসখানেকের মধ্যে ঘোষণা করতে পারব আমরা। তারপর দেশু আসবে, নিজেদের কথা নিজেরা বলবে। আমরাই ঘোষণা করব, তার আগে কাউকে জিজ্ঞেস করে বিব্রত করবেন না।" 

প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখেছেন। বর্তমানে এই ছবিটি এখনও হলে রমরমিয়ে চলছে। আগামীতে দেবকে দেখা যাবে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা', 'টনিক ২', 'খাদান ২' এবং শুভশ্রীর সঙ্গে ছবিতে।