নিজস্ব সংবাদদাতা: ফের প্রতিপক্ষ হয়ে পর্দায় হাজির হতে চলেছেন টলিউডের বহু চর্চিত জুটি দেব ও শুভশ্রী। কিছুদিন আগেই একসঙ্গে মুক্তি পায় দেব অভিনীত 'খাদান' এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'সন্তান'। এই দুই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। ছবি মুক্তির মাধ্যমে এর আগে মুখোমুখি হলেও এবার একটু অন্যভাবেই একে অপরের প্রতিপক্ষ হতে চলেছেন দেব-শুভশ্রী। সঙ্গে আবার ঋতুপর্ণা সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়। আসল ব্যাপারটা কী?

 

 

এবার আর বড়পর্দায় নয় বরং ছোটপর্দায় প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে চলেছে তাঁদের। একজনকে জি বাংলার পর্দায় এবং অন্যজনকে স্টার জলসার পর্দায়। জি বাংলা সোনার সংসার এবং স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে দর্শকের উত্তেজনা এখন তুঙ্গে। দুই চ্যানেলে একই সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত দুই অনুষ্ঠান। যেখানে প্রিয় জুটিদের পাশাপাশি একাধিক প্রিয় তারকাকে একসঙ্গে দেখতে পান দর্শক। 

 

 

এই দুই অনুষ্ঠানের মাধ্যমেই একে অপরের প্রতিপক্ষ হতে চলেছেন দেব-শুভশ্রী। কারণ দেবকে দর্শক দেখতে পাবেন স্টার জলসায় এবং শুভশ্রীকে দেখতে পাবেন জি বাংলায়। জি বাংলা সোনার সংসারের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়। অন্যদিকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সঞ্চালনার দায়িত্বে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বিশেষ পারফরম্যান্স করবেন দেব। কোন অনুষ্ঠান বেশি জাঁকজমকপূর্ণ হয়, তা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শক মহল।