নিজস্ব সংবাদদাতা: বক্স অফিসে ‘খাদান’ তুমুল সফল। বাংলা ছবির বক্স-অফিসে বহু রেকর্ড ভেঙে দিয়েছে দেব-যিশুর এই ছবি। এবার এই ছবি ১৩ কোটির গণ্ডি টপকে যেতেই গ্র্যান্ড সাকসেস পার্টির আয়োজন করা হল। সোমবার, ৬ জানুয়ারি সাকসেস পার্টির আয়োজন করা হয় ছবির নির্মাতাদের তরফে। ‘বিনোদিনী’ ছবির প্রচার সেরে সটান দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পানশালায় আয়োজিত এই পার্টিতে হাজির হয়ে যান বিনোদিনী। তাঁর হাত মুঠোর মধ্যে ধরে ছিলেন দেব। দেবকে অবশ্য দেখা গেল পুরোপুরি কুল অ্যান্ড ক্যাজুয়াল অবতারে। ছিল টম অ্যান্ড জেরি প্রিন্টের ওভারসাইজ শার্ট, সঙ্গে মানানসই ব্যাগি জিন্স। খাদানের সাকসেস পার্টিতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, স্বস্তিকা দত্ত, জন ভট্টাচার্যদের। পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী লহমা ভট্টচার্যও।

 

 

https://www.facebook.com/reel/1130919652017545

স্বভাবতই সবাই ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। শীতের সন্ধ্যায় পানীয়, খাওয়াদাওয়ার সঙ্গে জমে উঠেছিল আড্ডা। পানশালা জুড়ে চলছিল খাদান থেকে শুরু করে দেবের নানা ছবির জনপ্রিয় গানের কলি। তার তালে টুকটাক পা মেলাচ্ছিলেন আমন্ত্রিত অতিথিরা। হঠাৎ করেই দেব-কোয়েল অভিনীত ‘রংবাজ’ ছবির জনপ্রিয় গান ও মধু। শোনামাত্র উল্লাসে ফেটে পড়ে অতিথিরা। এরপর দেবের হাত ধরে জোরাজুরি শুরু হয় এই গানের সুরে পা মেলানোর। হাসিমুখে রাজি হন দেব। তবে তারপরেই মজা করে খানিক উঁচু গলায় বলে ওঠেন, “কী গান এটা? ছবির নামটাই বা কী? সব ভুলে গিয়েছি!”, বলতে বলতে অবশ্য হেসে ফেলেন তিনি। এরপরেই এই গানের জনপ্রিয় সব স্টেপস নাচতে শুরু করে দেন দেব। চারপাশে বাড়তে থাকে হাততালির শব্দ। পাশে থাকা ইধিকা নাচতে নাচতে হাত ধরে টেনে নেন রুক্মিণীকে এবং তাঁকে টেনে হাজির করেন দেবের পাশে। এরপরেই একজোটে একসঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন দেব-রুক্মিণী। খাদান -এর নায়কের চোখ তখন শুধু-ই রুক্মিণী এবং মুখে অস্ফুট স্বরে বলতে থাকেন “ও মধু, ও মধু...”

 

এই ভিডিও যে প্রকাশ্যে আসতেই দেব-অনুরাগীদের মন জিতে নেওয়ার পাশাপাশি সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।