টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। হিসাব মিলিয়ে দেখতে গেলে নজরে পড়বে দর্শক মহলে এই ধরনের ছবির চাহিদা এখন তুঙ্গে। 

 

 

 

বাস্তবের সঙ্গে মিল রেখে এমনই এক ছবি তৈরি করছেন পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবদূত ঘোষ এবং অঞ্জনা বসুকে। একটি স্কুলের ঘটনাকে কেন্দ্র করে নাকি তৈরি হচ্ছে ছবিটি৷ যে গল্পে স্কুলের প্রিন্সিপালের চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে৷ আর দেবদূত এবং অঞ্জনা নাকি স্বামী-স্ত্রী। 

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে বিরাট ঘোষণা করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কোন নতুন শুরুর অপেক্ষায় অভিনেত্রী?

 

গল্পটি এগোবে একটি স্কুল ও একজন স্কুলপড়ুয়া শিশুকে কেন্দ্র করে। বর্তমানে বাবা-মায়েরা তাঁদের সন্তানদের সেরা হিসেবে দেখতে চান। সবক্ষেত্রে সেরা হতে গিয়ে কি নিজের শৈশবকে হারিয়ে ফেলছে শিশুরা? তাদের মন বুঝবে কে? অতিরিক্ত শাসনের ফলে কি অজান্তেই এমনকিছু গোপন করছে তারা, যা ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ছবির গল্পে। ছবির নাম 'শিহরন'। প্রযোজনায় স্কোয়ার ওয়ান এন্টারটেনমেন্ট। 

 

 

 

ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পরিচালক বলেন, "এই ছবির গল্প পুরোপুরি বাস্তবধর্মী। অনেক সময় অজান্তেই সন্তানের উপর চাপ সৃষ্টি করেন বাবা-মা। যার ফলে অনেক শিশুই মানসিক অস্থিরতায় ভোগে। সেটা অনেক সময় এড়িয়ে যান বাবাস-মায়েরা। হয়তো কোনওটাই ইচ্ছাকৃত হয় না। তবে অজান্তেই এমন অনেককিছুই ঘটে। এই পুরো সমস্যাটা তখন বাচ্চাদের নিজের মতো করে সামলাতে হয়। মন আর মাথার সঙ্গে লড়াই করতে হয় ছোট্ট শিশুটিকে। তাই অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো লুকিয়ে যায় তারা। এর ফলে বিরাট সমস্যা তৈরি হয়।"

 

 

 

পরিচালক আরও বলেন, "আমার এই ছবিতেও ঠিক এমনটাই দেখা যাবে। একটি শিশুর মানসিক দোলাচলে ঘটে যাওয়া এক ঘটনার প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে,তাই দেখাব ছবিতে। গল্পে শিশুটির ভূমিকায় রয়েছে নবাগতা শিশুশিল্পী কৌশানী। এত অল্প বয়সে দারুণ অভিনয় করছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। আশা করি দর্শকের ভাল লাগবে।"

 

 

 

ইতিমধ্যেই ছবির কিছু অংশের শুটিং হয়ে গিয়েছে। চলছে বাকি শুটিংয়ের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যে শুটিং সেরে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।