ভারতে চরকি ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ যথেষ্ট জনপ্রিয়। সেই জায়গা থেকেই গত বছর সংস্থার কর্ণধার রেদওয়ান রনি ভারতে এসে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন, এদেশে তাঁরা কাজ করবেন। আগামী ৩ বছরে ৩০টি সিরিজ উপহার দেবেন। গত বছরের শেষ থেকেই কানাঘুষো, এদেশে কাজের জন্য ফেডারেশন চারগুণ অর্থ দাবি করেছে। যার ফলে, হাত গুটিয়ে বসে প্রযোজনা সংস্থা। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল প্রযোজনা সংস্থার সঙ্গে। সংস্থার কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন। কারণ, বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও। তাঁর সাফ জবাব, যা ন্যায্য সেটাই চাওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এপার বাংলায় চর্চা শুরু। এর আগে ডিজিপ্লেক্সও বন্ধ হয়ে গিয়েছিল নাকি একই কারণে। জানা গিয়েছে, বাংলাদেশের যে কোনও সিরিজ, নাটক বা ছবি বানানোর খরচ অনেক। সেই খরচের পর ভারতে আরও চারগুণ খরচ করা শুধু তাদের পক্ষে কেন, অন্য কোনও প্রযোজনা সংস্থার পক্ষেও করা সম্ভব নয়। ফলে, নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে চরকি। তাই গত ডিসেম্বরে যে কাজ শুরু হওয়া কথা সেই কাজ আজও বিশ বাঁও জলে। তবে তারা নাকি ফেডারেশনের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে। যাতে ইতিবাচক কোনও রাস্তা বেরিয়ে আসে।

এদিকে স্বরূপের দাবি, ফেডারেশন কোনও অন্যায্য দাবি চরকির কাছে করেনি। এখানে হিন্দি ভাষার শুটিংয়ের অর্থ দ্বিগুণ। আন্তর্জাতিক মানের কাজের অর্থ চারগুণ। বাংলাদেশ আর ভারতের ভাষা এক। কিন্তু দেশ এক নয়। এবং ওপার বাংলা বিদেশের তকমা পেয়েছে। ফলে, সঠিক অর্থ তাঁদের বিরুদ্ধে ধার্য করা হয়েছে। চরকির পক্ষ থেকে আলোচনার অনুরোধ জানানো হলে ফেডারেশন কি কথা বলবে? স্বরূপের কথায়, ‘‘অবশ্যই আমরা আলোচনায় বসব। এতে অবশ্যই কোনও না কোনও রাস্তা বেরিয়ে আসবে। তবে, এখনও পর্যন্ত ওঁরা কোনও রকম আলোচনায় বসার কথা জানাননি।’’