ছবিতে থাকা খুদে কিন্তু বর্তমানে টলিউডের পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি বহু বছর পর আবারও ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেই রীতিমত ঝড় তুলেছেন। দেখুন তো চিনতে পারছেন? হ্যাঁ, 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নায়িকা রণিতা দাস হলেন ছবির একরত্তি।
রণিতা দাস নিজেই এদিন তাঁর ছোটবেলার এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি মূলত এই ছবিটির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে তাঁর দিদিমাকে স্মরণ করেছেন। গত বছর আজকের দিনেই দিদাকে হারিয়েছিলেন অভিনেত্রী। তাই এদিন 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নায়িকা তাঁর এই পোস্টে দিদিমার উদ্দেশ্যে লেখেন, 'এই বুড়ি কেমন আছ? এটা বললেই তুমি রেগে যেতে, আর বলতে এই বুড়ি কে রে? দিদা বল। তারপর তোমায় জড়িয়ে ধরে থাকতাম অনেকক্ষণ। কিন্তু এখন, কখনও কখনও আমি কেবল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকি এবং তোমায় শান্ত হয়ে জিজ্ঞেস করি এই বুড়ি, মিসেস রায়, ওই পাড়ে সব কেমন চলছে? তুমি কি মিস্টার রায়ের সঙ্গে দেখা করেছ? আজ দেখতে দেখতে এক বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছ। আমি এখনও তোমার স্পর্শ, তোমার উষ্ণতা, ভালবাসা, যত্ন মনে রেখে দিয়েছি। তুমি আমার দিদা ছিলে না কেবল, তুমি আমার শক্তি, আমার আশ্রয়, আমার নীরব প্রার্থনা ছিলে।'
রণিতা তাঁর পোস্টে আরও জানান যে তিনি আজও তাঁর দিদিমাকে তাঁর অন্তরে বহন করে নিয়ে চলেছেন। জানিয়েছেন তাঁর দিদিমাই তাঁর সাহস। অভিনেত্রীর কথায়, 'তোমার ভালবাসা আমার মধ্যে থেকে গিয়েছে, আমাকে গাইড করছে, বুঝিয়ে দেয় আমি একা নই।'
প্রসঙ্গত, রণিতা দাস অভিনীত 'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি মাত্র মাসখানেক হল শুরু হয়েছ। এখানে প্রাথমিক ভাবে একজন সিঙ্গল মায়ের চরিত্রে দেখা যাচ্ছিল রণিতাকে। স্বামীর অত্যাচারে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায় সে। এই কঠিন দিনে যে ওর পাশে দাঁড়িয়েছিল, আশ্রয় দিয়েছিল সম্প্রতি বাচ্চাটির কথা ভেবে সেই ব্যক্তি রণিতাকে বিয়ে করেছে। কিন্তু তারপরেও কমছে না জটিলতা। উপরন্তু, বেড়েই চলেছে। শেষ পর্যন্ত গল্প কোন দিকে এগোয় এখন সেটাই দেখার। 'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি এই সপ্তাহে টিআরপি তালিকায় ৩ নম্বরে রয়েছে রণিতা দাসের এই ধারাবাহিক। পেয়েছে ৫.৯। সন্ধ্যা সাতটা নাগাদ সম্প্রচারিত হয় এই মেগা।
