হিন্দু মতে বিয়ের রীতি অনুযায়ী লাল রঙ শুভ হিসেবে মানা হয়। বিয়েতে একটু হলেও লালের ছোঁয়া রাখাটা নিয়মের প্রতীক। কিন্তু এখন ছকভাঙার আমলে সবটাই বদলেছে। বদলে এসেছে পছন্দের রঙের আধিক্য। লালের বদলে গোলাপি, হলুদ, সবুজ কিংবা হালকা বেগুনিও বেছে নেন অনেকে। তবে এসব রঙ ছেড়ে বিয়েতে একেবারে সাদা বেছে নিলেন কনে! সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নৃত্যশিল্পী প্রীতিপর্ণা রায়ের বিয়ের ছবি। 


বিয়ের সাজে বর-কনে দু'জনেই সম্পূর্ণ সাদাকেই প্রাধান্য দিয়েছেন।‌ নৃত্যশিল্পী প্রীতিপর্ণার এই সাজ নিয়ে সমাজমাধ্যমে চলছে ব্যাপক চর্চা। কেউ তাঁকে সমর্থন করছেন। আবার অনেক নেটিজেনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এই খবর পৌঁছেছে অভিনেত্রী মমতা শঙ্করের কানেও। আজকাল ডট ইন-কে তিনি জানালেন তাঁর মতামত। 

 

মমতা শঙ্করের কথায়, "আমি তো ওঁকে ব্যক্তিগতভাবে চিনি না। ওঁর পরিবারের কিংবা ওঁর নিশ্চয়ই ব্যক্তিগত পছন্দ আছে‌। সেই পছন্দই বিয়ের আসরে প্রাধান্য পেয়েছে। সাধারণত হিন্দু ধর্মে এমন রীতি তো প্রচলিত নয়, কিন্তু কেউ যদি দৈববাণী পান, বা কারওর পরিবারের কোনও নিয়ম থাকে তাহলে সেটা যাঁর যাঁর নিজস্ব ব্যাপার। আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। আসলে এখন অন্য অনেক বিষয়ে কথা বলাটা জরুরি, তাই কারওর ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে চাই না।"

অন্যদিকে, প্রীতিপর্ণার ছোটবেলার বন্ধু হিয়া চক্রবর্তী, যিনি পেশায় একজন কার্যনির্বাহী প্রযোজক তিনি যুগলের ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গেও।‌ হিয়ার জবাব, "ও একজন শিল্পী। অনেক আগে থেকেই ওর আর ওর পরিবারের এই রকম লুক পছন্দের তালিকায় ছিল। অনেকেই বলছেন ও নাকি ভাইরাল হওয়ার জন্য এমন সেজেছে। কিন্তু ওর প্রোফাইল দেখলে বোঝা যাবে বিয়ের লুকের ছবি আমরা বন্ধুরাই সমাজমাধ্যমে ভাগ করেছি, ও কিন্তু নিজে থেকে কিছুই করেনি।"


হিয়া আরও বলেন, "সাদা তো শান্তির প্রতীক। যে কোনও শুভ কাজ শুরুর আগে সাদা পায়রা ওড়ানোর রেওয়াজ আছে‌। তাহলে আমার প্রশ্ন, বিয়ের মতো শুভ কাজে সাদা পরা যাবে না কেন? যাঁরা খারাপ মন্তব্য করছেন সেটা তাদের নিজস্ব মতামত। আমরা কেউ এভাবে ভাবি না, তাই নিজেদের পছন্দকে প্রাধান্য দিই। আজ তো ওর বৌভাত, আজও সাধারণ চিরাচরিত রঙের বাইরেই সাজবে বলে ঠিক করেছে।"