আবারও পুরনো জুটিকে ফেরাচ্ছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। ওই ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দর্শক দেখেছিলেন তাঁদের। কিন্তু দর্শক মহলে দারুণ সাড়া পেয়েছিল এই ধারাবাহিক। বিশেষত, গৌরব-শোলাঙ্কির জুটিকে আবারও পর্দায় নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
কিছুদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো, নতুন ধারাবাহিকে ফিরছেন এই অনস্ক্রিন জুটি। গুঞ্জন সত্যি হল। অ্যাক্রোপলিসের হাত ধরেই স্টার জলসার পর্দায় ফিরলেন গৌরব-শোলাঙ্কি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল। গৌরব-শোলাঙ্কির সঙ্গে এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা কৌশিক রায়।
জানা যাচ্ছে, এই ধারাবাহিকে কৌশিককে দেখা যেতে চলেছে ধূসর চরিত্রে। তাঁর চরিত্রটি নাকি গল্প অনুযায়ী বদলে যাবে! এমনটাই খবর। এই ধারাবাহিকের মাধ্যমে আবারও ছোটপর্দায় ফিরলেন কৌশিক। তাঁকে শেষ দেখা গিয়েছিল এন আইডিয়াজের প্রযোজনায় জি বাংলার ধারাবাহিক 'আলোর কোলে'র মুখ্য চরিত্রে। তবে এবার এই গল্পে পার্শ্ব চরিত্রে ফিরছেন অভিনেতা। কিন্তু দর্শক মহলে কৌশিকের জনপ্রিয়তা কথা মাথায় রেখেই এই মেগায় বোনা হয়ে তাঁর চরিত্রটি।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম করওয়া চৌথের প্রস্তুতি হিনার, শেষ পোস্টে কী ইঙ্গিত দিয়েছিলেন বরিন্দর সিং ঘুমান?
প্রসঙ্গত, এবার এলা ও গোরার গল্প বলবেন গৌরব-শোলাঙ্কি। 'এলা'র চরিত্রে শোলাঙ্কি আবারও মানানসই। গান, গল্প, কবিতা নিয়েই তার জগৎ। ভালবাসা দিয়ে সে সবকিছু জয় করতে চায়। যার মধ্যে সব সময় কাজ করে ইতিবাচক সত্তা। অন্যদিকে, একেবারে ভিন্ন মেরুর মানুষ 'গোরা', এই চরিত্রে গৌরব। তার কাছে ভালবাসা মানে সময় নষ্ট। গম্ভীর মেজাজের গোরার সঙ্গে কীভাবে মিলবে এলার পথ? কীভাবে এগোবে দু'জনের গল্প? সেটাই দেখার যাবে ধারাবাহিকে।
ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি এই মেগার। তবে সামনে এসেছে এই ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রথম ঝলক। মিষ্টি মেয়ে 'এলা' ও রগচটা 'গোরা'র চরিত্রে শোলাঙ্কি-গৌরবকে দেখে দারুণ খুশি অনুরাগীরা।
'গাঁটছড়া' শেষ হতে এই জুটির ফেরার অপেক্ষায় ছিলেন যাঁরা, তাঁদের এবার ইচ্ছেপূরণ হল। তবে কোন স্লটে আসবে এই ধারাবাহিক তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
