অভিনয়ে জনপ্রিয়তার পর এবার প্রযোজকের ভূমিকায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। তবে তিনি একা নেই। এই ভূমিকায় যৌথভাবে থাকছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ও গায়ক,সুরকার প্রাঞ্জল দাস। জয়দীপ ও প্রাঞ্জলের প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের প্রথম প্রযোজনা হতে চলেছে এটি। এছাড়াও স্বীকৃতির কিলোহার্টস প্রযোজনা সংস্থারও এটা প্রথম কাজ। যৌথভাবে তিনজন নিয়ে আসছেন একটি জমজমাট থ্রিলার ঘরানার সিরিজ।
জি ফাইভ ও বুলেট অ্যাপের ভার্টিক্যাল মাইক্রো সিরিজের নতুন সংযোজন হতে চলেছে এটি। এখনও নাম চূড়ান্ত হয়নি এই সিরিজের। সৌভিক কুণ্ডুর গল্পে সিরিজের পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন জয়দীপ। সিরিজের গান ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার কাজে অঙ্কিত সেনগুপ্ত। এডিটে রয়েছেন বনমালী।
টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে এটি। গল্পের পরতে পরতে থাকবে রহস্য। যেহেতু দর্শকের পছন্দের তালিকায় এখন থ্রিলার সবার প্রথমে জায়গা করে নেয়, তাই এই ঘরানাকেই প্রথম প্রযোজনা হিসেবে বেছে নিয়েছেন জয়দীপ,প্রাঞ্জল ও স্বীকৃতি।

 
 গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, কৌশানী মুখোপাধ্যায়, দেবপর্ণা পাল চৌধুরী ও নবাগতা পূজিতা। পূজিতার আরও এক পরিচয় হল, তিনি অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়ের কন্যা। 
ইতিমধ্যেই শুটিংয়ের কাজ চলছে। তবে সিরিজের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই। তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ।
