নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন সৃজনী মিত্র মুস্তাফি। নেতিবাচক চরিত্রে বরাবরই নজরকাড়া তিনি। কিন্তু ইতিবাচক চরিত্রেও দর্শকের ভালবাসা কুড়িয়েছেন। তবে সৃজনীকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ থেকে বড়পর্দাতেও।
এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি। সূত্রের খবর, 'অর্গানিক প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে আসছে একটি পারিবারিক শো। নাম, 'বড়ি ঘর কী ছোটি বহু'। জনপ্রিয় হিন্দি চ্যানেল দঙ্গল টিভিতে সম্প্রচারিত হবে এই মেগা। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৃজনীকে।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে তাঁর চরিত্রটি ইতিবাচক হলেও পরে মোড় নিতে পারে অন্য খাতে। ধারাবাহিকের নায়ক-নায়িকা বলিউডের পরিচিত মুখ। বাংলা থেকে সৃজনীই যোগ দিতে চলেছেন এই মেগায়।
প্রসঙ্গত, এই মুহূর্তে সৃজনীকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক 'আনন্দী'তে। গল্পে তাঁর চরিত্রের নাম 'তিতির'। আদি-আনন্দীর মাঝে দূরত্ব তৈরি করার চেষ্টায় থাকে সে। তবে নতুন হিন্দি মেগায় যোগ দেওয়ার কারণে হয়তো 'আনন্দী' থেকে সরে আসবেন তিনি, খবর এমনটাই।
