যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু ২০২৩ সালে সাড়া জাগিয়েছিল গোটা রাজ্যে। ছাত্র মৃতু্র পিছনে ছিল প্রাক্তন পড়ুয়াদের অত্যাচার, 'ব়্যাগিং'। প্রশ্ন উঠেছিল শিক্ষাক্ষেত্রের রক্ষনশীলতা নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও আওয়াজ উঠেছিল সেই সময়। আরও একবার সাড়া জাগাতে চলেছে এই ঘটনা।এই মর্মান্তিক ঘটনাকে নিজের মতো করে পর্দায় সাজিয়ে তুলতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
সূত্রের খবর, যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের পরিণতিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। রাজের এই ছবি নিয়ে টলিপাড়ায় কয়েকদিন ধরেই আলোচনা চলছে। ইতিমধ্যেই নতুন কিছু ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন পরিচালক। কয়েকদিন আগেই সমাজমাধ্যমে কলকাতার ঐতিহ্য ট্রাম ও হাওড়া ব্রিজের একটি গ্রাফিক ভাগ করেছেন রাজ। সেই সঙ্গে ওই ছবিতে জ্বলজ্বল করতে দেখা যায় ১৫ সংখ্যাটি। অর্থাৎ এই তারিখেই নতুন কিছুর ঘোষণা করতে চলেছেন পরিচালক, তা স্পষ্ট।
সূত্রের খবর, রাজের এই ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকবেন টলিপাড়ার নতুন মুখেরা। এমনকি এই ছবিতে কিছু পরিচিত নায়ক-নায়িকাকে একেবারে অন্য রূপে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক, এমনটাও শোনা যাচ্ছে।
ইতিমধ্যেই খবর, অভিনেতা রোহন ভট্টাচার্যকে নাকি দেখা যেতে চলেছে রাজ চক্রবর্তীর আগামী ছবিতে। চলছে কথাবার্তাও। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে যে ছবি তৈরির ভাবনায় আছেন রাজ, রোহন কি তবে সেই ছবিরই অংশ হতে চলেছেন? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। রোহনের কথায়, "এই মুহূর্তে কিছুই বলার মতো জায়গায় নেই। কয়েকদিনের মধ্যেই সবটা খোলসা হয়ে যাবে আশা করছি।"
যদিও এক্ষেত্রে উঠে আসছে পরিচালক নাকি আরজি কর কাণ্ডের সদর্থক দিক নিয়েও তৈরি করতে পারেন একটি ছবি। এই প্রসঙ্গে রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে অধরা তিনি। ম্যাসেজের জবারও এই মুহূর্তে দেননি পরিচালক।
প্রসঙ্গত, ২০২৪-এ পরিচালক অয়ন চক্রবর্তী এই একই ঘটনাকে নিয়ে তৈরি করেছিলেন তাঁর সিরিজ 'বিজয়া'। এই সিরিজটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবদত্ত রাহা। এই সিরিজটিও সাড়া জাগিয়েছিল দর্শক মহলে। এবার রাজের পরিচালনায় বড়পর্দায় এই ঘটনা কতটা প্রভাব বিস্তার করে, সেটাই দেখার। আপাতত সিনেপ্রেমীরা পরিচালকের ঘোষণার জন্য অপেক্ষা করছেন। স্বাধীনতা দিবসের দিন কোন নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনায় তিনি, এখন সেটাই জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
