বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর

রাহুল মজুমদার | ১২ আগস্ট ২০২৫ ১৫ : ৫২Rahul Majumder
দিল্লির রাস্তায় এবার থেকে শুধুই দেখা যাবে মানুষ এবং সারি সারি গাড়ি। দেখা যাবে না পথকুকুর। সোমবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি সরকার, দিল্লি পুরসভা এবং নয়াদিল্লি পুরসভাকে এ বিষয়ে কাজ শুরুর করার জন্য নির্দেশ শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। এই কার্যক্রমে বাধা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ল্লেখ্য, গত কয়েক মাসে দিল্লিতে কুকুরের কামড়ের ঘটনা বেড়ে যাওয়ায় এবং জলাতঙ্কে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পথকুকুরদের আশ্রয়ের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করার জন্যও দিল্লি সরকার এবং পুর প্রশাসনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র ছাড়া অন্য কোনও পক্ষের তরফে শুনানি হবে না। বেঞ্চের বক্তব্য, “আমরা এই কাজ আমাদের জন্য করছি না, এটি জনস্বার্থে। তাই এখানে কোনও আবেগের স্থান নেই। দ্রুত পদক্ষেপ নিতে হবে।” আদালতের বেঞ্চের স্পষ্ট বার্তা, “সব জায়গা থেকে কুকুরকে তুলে নিয়ে গিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। আপাতত নিয়ম-কানুন ভুলে যান।” সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, ‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর, দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত যেন পথ কুকুর ধরতে শুরু করা হয়। তাদের যদি বিশেষ বাহিনী গঠন করতে হয়, সেটা করুক। তবে এটা প্রথম ও প্রধান কাজ হতে হবে যাতে সমস্ত এলাকা পথ কুকুর মুক্ত হয়’। অন্যদিকে, শীর্ষ আদালতের এই নির্দেশকে ‘অবৈজ্ঞানিক’ বলে জানিয়েছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা)। এবার শীর্ষ আদালতের এই বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের মতো টলিপাড়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা। প্রথমবার মুখ খুললেন আজকাল ডট ইন-এর কাছে।
কোনও রাখঢাক না রেখে নিজস্ব ছন্দে শ্রীলেখা বললেন, “ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী পথ কুকুরদের অন্যত্র নিয়ে যাওয়া যাবে না তার আবাস থেকে। সেখানে শীর্ষ আদালতের একটা বেঞ্চ কী একটা বলল তাতে কিছু যায় আসে না। কেউ আইনের উপর যেতে পারেন না! হয়ত, পশুপাখিদের উপর থাকা তাঁদের ব্যক্তিগত রোষের থেকে এহেন নির্দেশ তাঁরা দিয়েছেন! কে বলতে পারে! আর এঁদের মতো মানসিকতা বহনকারী মানুষের বাড়ির লোকজনই পশুপাখিদের সঙ্গে দুর্ব্যবহার করে। নইলে ভাবুন একবার, যে দেশে খুনি-ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তায় হেঁটে চলে বেড়ায়, বড় বড় কর্পোরেট মাফিয়ারা ঘুরে বেড়ায় সেখানে কতগুলো অবলা প্রাণীদের উপর এই নির্মম বিচার! একজন পুরুষ ধর্ষক বলে কি সব পুরুষকে সংশোধনাগারে ভরে দেব? এ হয় নাকি! ঠিক তেমনই কিছু কুকুরের কামড়ে কিছু মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন বলে সব কুকুরদের সঙ্গে এহেন বিচার মানা যায়? এটা তো করতে দেওয়া যাবে না! আর পথকুকুরদের আশ্রয়ের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থাই তো নেই। কোথায় রাখবে এত কুকুর? বললেই হল। আর...আর নিজেদের জায়গা থেকে সরিয়ে নিয়ে গেলে বেচারারা তো বাঁচবেই না! অন্যদিকে, কুকুরদের টিকাকরণের দায়িত্ব তো কর্পোরেশনের। সাধারণ মানুষেরও মানবিক দিক থেকে দায়িত্ব রয়েছে। সেসব না করে.... শুনুন, একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা যাঁরা পশুপাখি ভালবাসি, আমরা কিন্তু পেট-ওনার নই। আমরা পেট-পেরেন্ট! তাই এরা আমাদের সন্তানের মতো। তাই সন্তানকে যদি পরিবারের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তার পরিবার কিন্তু চুপ করে বসে থাকবে না!”
পশুপ্রেম, বিশেষ করে পথকুকুরদের ভালবাসার জায়গা থেকে আস্ত একটি ছবি তৈরি করে ফেলেছিলেন তথাগত মুখোপাধ্যায়। সেই 'পারিয়া'-ও বক্স অফিসে তুমুল জনপ্রিয় হয়েছে। আজকাল ডট ইন-এর কাছে পরিচালক জানালেন গোটা বিষয়টায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত। এরপর বাছাই করা শব্দে, কেটে কেটে তথাগত বললেন, “সুপ্রিম কোর্ট এর আগে রায় দিয়েছিল পথকুকুরদের কোনওভাবে সরানো যাবে না। কারণ ভারতীয় সংবিধানে পথকুকুরদের সুরক্ষার জন্য আইন খুবই দুর্বল। তাই ওদেরকে খাওয়ানোতেও যাঁরা বাধা দেবেন, তাঁদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে যেটা হয়েছে, তা হল স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই রায় আসলে পুরোটাই রাজনৈতিক দ্বন্দ্বের ফসল। দিল্লির মাটিতে কান পাতলেই তা স্পষ্ট বোঝা যাবে। আর কুকুরদের যে আশ্রয় কেন্দ্র দেওয়া হবে বলা হয়েছে, এটাও মিথ্যে! কারণ যে দেশে পথকুকুরদের ঠিকমতো টিকাকরণ-ই করা হয় না, সেই দেশে এই লক্ষ লক্ষ পথকুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে - কোনও প্রশ্নই নেই! আমার বিশ্বাস ওদের মেরে ফেলা হবে!”
“এবং এভাবে চলতে থাকলে...মানে যাকে যাকে অপছন্দ তাদেরকেই সরিয়ে দেবে! আগামীকাল আমাকে-আপনাকে পছন্দ না হলে সরিয়ে দেবে! কিছু ক্ষমতাশালী লোকজন নিজেদের রাগ মেটাতে ইচ্ছেমতো এসব করছেন আর দেশের বাকি ক্ষমতাশালীরা চুপ করে এটা দেখছেন, এত অত্যন্ত উদ্বেগজনক। এরকম চলতে থাকলে শেষমেশ মানুষ-ই শুধু পড়ে থাকবে! গোটা ব্যাপারটাই অত্যন্ত লজ্জাজনক। এককথায়, দেশ তৃতীয় বিশ্বের দিকে হুড়মুড় এগিয়ে চলেছে দেশ। পরিস্থিতি তাই খুব ভয়ের। আজকের দিনে উন্নত দেশে গাছ কাটলে জেলে ভরে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিকে আর আমাদের দেশে? যারা লোয়েস্ট ফর্ম অফ লাইফ তাদের সঙ্গে কীরকম আচরণ করা হচ্ছে দেখুন! এসব রায় আমাদের দেশকে কয়েকশো বছর পিছিয়ে দিচ্ছে। এর থেকেই স্পষ্ট বর্বরতা এবং আদিমতা বাড়ছে। কোনও রাজ্যে ধর্ষণকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনও রাজ্যে স্পষ্ট হরফে লিখে দেওয়া হচ্ছে সন্ধ্যের পর মেয়েরা বেরোবেন না। এখন তাই মনে হচ্ছে, এ দেশে ভদ্র-সভ্য মানুষ আর থাকতে পারবেন না। সবাইকে অসভ্যতামি করেই থাকতে হবে। এরকম ঘটনা বারবার প্রমাণ করে দিচ্ছে ভারবর্ষে মানবিকতা প্রায় তলানিতে ঠেকেছে।”
নানান খবর

বাড়ি ফিরলেন সায়ন্তনী, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর এখন কেমন আছেন 'অনুরাগের ছোঁয়া'র অভিনেত্রী? জানালেন স্বামী ইন্দ্রনীল

সলমনের শুটিংয়ের শুরুতেই উলটপুরাণ! কেন লাদাখে তড়িঘড়ি 'ব্যাটেল অফ গলওয়ান'-এর ক্লাইম্যাক্স আগে শুট করা হচ্ছে?

আসছে ‘জুমানজি ৩’! কবে থেকে শুরু হবে জঙ্গলের দুঃসাহসিক অভিযানের গল্পের শুটিং? বড় ঘোষণা 'দ্য রক'-এর!

কুমার শানুর সঙ্গে কণিকার 'বিষাক্ত সম্পর্ক' ছিল! মায়ের গোপন অতীত নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন কণিকা-পুত্র

বলিউডে উজান গাঙ্গুলী!নেটফ্লিক্সের সিরিজ পরিচালনার দায়িত্বে 'লক্ষ্মী ছেলে', দেখেশুনে কী বলছেন 'গর্বিত' বাবা?

'গদর ২'-এর পর ফের জুটি বাঁধছেন সানি–অনিল! আসছে ‘গদর ৩’, নায়িকা কি আমিশা-ই?

ছবির জন্য ভিক্ষা চাইছেন প্রসেনজিৎ-দেব? তারকাদের কটাক্ষ করে আর কী বললেন অভিনেতা ভাস্কর বন্দোপাধ্যায়?

চরম অশান্ত নেপাল, পুলিশের গুলিতে মৃত একাধিক যুব বিদ্রোহী! প্রতিবাদ জানিয়ে কী বার্তা দিলেন মনীষা কৈরালা?

এআই দিয়ে বানানো হচ্ছে ঐশ্বর্যর ভুয়ো অন্তরঙ্গ ছবি, ভিডিও! তড়িঘড়ি আদালতে ছুটলেন বচ্চন-বধূ

সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ পেতে আদালতে করিশ্মার দুই সন্তান! সৎমায়ের বিরুদ্ধেও এনেছেন বিস্ফোরক কোন অভিযোগ?

পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে আভেরী সিংহ রায়! কোন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?

সবচেয়ে কম ভোট পেয়েও ‘বিগ বস’-এর ঘরছাড়া হলেন না কুনিকা! ‘এ তো পুরো পক্ষপাতিত্ব...’ বিতর্কের ঝড় নেটপাড়ায়

প্রথম সন্তান গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা! নেপথ্যে শাহিদের সঙ্গে সম্পর্কে চিড় নাকি অন্য কারণ? নিজেই জানালেন অভিনেতার স্ত্রী

হৃত্বিকের প্রেমিকার কাজের দরকার হয় নাকি! কটাক্ষের শিকার সাবা, ক্ষোভ উগড়ে পাল্টা কী জবাব দিলেন অভিনেত্রী?

‘তনু ওয়েডস মনু ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত! ঘোষণা করেও কেন এই হাল কঙ্গনা-মাধবনের ছবির?

‘পাঠান’,‘ওয়ার’ নয়! জেমস বন্ড, মিশন ইমপসিবল–এর পাশে একমাত্র জায়গা পেল বলিউডের এই স্পাই-ছবি!

লক্ষ্য নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার, বিমান পাঠাবে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো

আউট করেও আমিরশাহির ব্যাটারকে ফিরিয়ে নিলেন সূর্য, কেন নিলেন এমন সিদ্ধান্ত?

রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রকে পায়ের কাছে রেখে মঞ্চে অনায়াসে বক্তৃতা সুকান্তর! ছবি শেয়ার করে ক্ষোভে ফুঁসছে তৃণমূল

'সব সময়ে জেতা সম্ভব নয়', ম্যাচ হেরে বলে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

হাসতে হাসতে জিতল রে, আমিরশাহিকে দুরমুশ করে ২৭ বলে ম্যাচ জিতে নিল ভারত

জেন জি-রা চাইছেন নেপালের শীর্ষে বসুন তিনি, সেই সুশীলার উত্তরপ্রদেশে যাতায়াত ছিল! কারকির চমকে ওঠা ভারত-যোগ সামনে

পাণ্ডিয়া নন, এই তারকাকে যুবরাজ সিংয়ের উন্নত সংস্করণ বলে মনে করেন অশ্বিন

আর কতদিন বসিয়ে রাখবেন কুলদীপকে? আমিরশাহিকে নিয়ে ছেলেখেলা করলেন ভারতের বোলাররা, ৫৭ রানে শেষ ইউএই

এই সংস্থার কর্মীদের জন্য খারাপ খবর! আর ঘরে বসে কাজ নয়, 'ওয়ার্ক ফ্রম হোম' পর্ব চুকিয়ে অফিস ফেরার নিদান

টসের সময়ে বিরাট ভুল সূর্যর, কী করলেন তিনি? খেলা শুরুর আগেই প্রবল চর্চা

হোঁচট খাওয়ার দিনে ছেলেদের খেলায় খুশি অ্যানচেলোত্তি, হারের মধ্যেও ইতিবাচক দিক দেখছেন

আরও চওড়া দরজা, আরও বেশি সুবিধা! যাত্রী সুবিধার্থে মেট্রোর নতুন রেক এল কলকাতায়

টি-টোয়েন্টিতে ভারতের সেরা উইকেট শিকারীকে বাইরে রেখেই প্রথম একাদশ, সূর্যর সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক

মোমের মতো ওজন গলিয়ে দেবে! ঝরাতে হবে না এক ফোঁটা ঘাম, হেঁশেলের কোন মশলাটিকে কাজে লাগাতে হবে জানুন

পুজোয় জেল্লা বাড়াতে অতিরিক্ত ত্বক-চুলের পরিচর্যা শুরু করেছেন? আচমকা বাড়তি যত্নে উল্টে ক্ষতি হতে পারে!

অল্প বয়সে হাঁটুর ব্যথা? শরীরে এই ভিটামিনের অভাব কিনা আগেই সতর্ক হন, নাহলে যন্ত্রণায় কাতরাতে থাকবেন

প্রতিবেশী দেশে কী হচ্ছে দেখুন, বিলে সম্মতি সংক্রান্ত মামলায় নেপাল এবং বাংলাদেশের উল্লেখ সুপ্রিম কোর্টের

এশিয়া কাপে সূর্যদের অভিযান শুরু, ১৫ ম্যাচ পর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের, প্রথম একাদশে সঞ্জু

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ আর্জেন্টিনা, ম্যাচ হেরে কী বললেন মার্টিনেজ?

দামি টোনার ছাড়ুন! মাত্র ৫০ টাকাতেই পেতে পারেন নায়িকার মতো নিখুঁত, ঝকঝকে ত্বক, ড্রেসিং টেবিলে কোন জিনিসটি রাখবেন জানুন

'বুমরা খেললে স্ট্রাইকে যাব', দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক

দ্রুত ফিরুক শান্তি, সেই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ফের ভারতীয় সেনায় যোগদান করুন নেপালের গোর্খারা

বিশ্বের বৃহত্তম প্রাসাদ ২৪ জন সম্রাটের বাসস্থান ছিল, ৫০০ বছরেরও বেশি সময় ধরে এটি নিষিদ্ধ ছিল কারণ...