অল্প দিনেই জমে উঠেছে 'মিলন হবে কতদিনে'। আবারও নতুন ভাবে ম্যাজিক দেখাচ্ছে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের জুটি। নজর কাড়ছে তাঁদের অনস্ক্রিন রসায়ন। বিবাদ দিয়ে শুরু হলেও, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড়। আসছে নতুন ভিলেনও। 

 

ধারাবাহিকে সেন জেমস অ্যান্ড জুয়েলার্স ও ব্যানার্জি জেমস অ্যান্ড জুয়েলার্স একে অপরের প্রতিদ্বন্দ্বী। সেন জুয়েলার্স গোরার পারিবারিক ব্যবসা। অন্যদিকে বিকাশ ব্যানার্জি তাদের প্রতিপক্ষ। এই চরিত্রে এবার গল্পে এন্ট্রি নিতে দেখা যাবে অভিনেতা নীলাঞ্জন দত্তকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে তাঁর। নতুন বছর অর্থাৎ ২০২৬-এর শুরুর দিকেই ধারাবাহিকে আসছে নতুন মোড়। 


এবার গোরার শত্রুর সংখ্যা যে আরও বাড়তে চলেছে তা তো বোঝাই যাচ্ছে। এই নতুন চরিত্র গোরাদের পরিবারে কোন বিপদ ডেকে আনবে এখন সেটাই দেখার। এর মধ্যে গোরা ও এলার জীবনেও এল নতুন মোড়। কোন খাতে এবার বইবে দু'জনের জীবন? এই প্রশ্নের মাঝেই এসেছে নতুন প্রোমো।

 

দেখা যাচ্ছে গোরা যে কিনা প্রেম, বিয়ে এগুলোর ঘোর বিরোধী, তার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। আর কে সেই আয়োজন করেছে? এলা। নায়িকা গোরাদের হার্ট টু হার্ট অ্যাপে চাকরি পেয়েছে। আর ম্যাচ মেকিং কোম্পানির মালিক হয়ে গোরা কীভাবে সিঙ্গল থাকে! তাই তার বাড়ির সকলের উপস্থিতিতেই স্বয়ম্বরের আয়োজন করা হয়। মঞ্চে উপস্থিত থাকে একাধিক সুন্দরী। তারপরই দেখা যায় এলা গোরার স্বয়ম্বরের ঘোষণা করতেই ফরমাল পোশাকে সেখানে এন্ট্রি নেয় নায়ক। 

 


বিয়ে বিরোধী পাত্রকে বিয়ে জোর করে বিয়ে দিতে চাইলে যে মাশুল গুনতেই হবে! এলা আর কী করে বাদ যায়? তাকে জব্দ করতে ফন্দি আঁটে নায়ক। এলা গোরার মাথায় শোলার মুকুট পরাতেই সে সোজা মালা নিয়ে এলার গলায় পরিয়ে দেয়। জানায় এলাকেই বিয়ে করতে চায় সে। এবার কী ঘটবে? সত্যিই কি তাঁদের দু'জনের বিয়ে হবে? সেই উত্তর তো মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 


গোরা একেবারেই ভালবাসায় বিশ্বাস করে না। প্রেম মানেই তার কাছে সময় নষ্ট। এদিকে, এলার প্রেমিক মন। সে খোঁজে স্বপ্নের রাজপুত্রকে। কিন্তু ভালবেসে এবার প্রতারিত হবে এলা। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল বোধির সঙ্গে এলার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এলাকে ঠকিয়ে বোধি বিয়ে করে অন্য একজনকে। বোধির বিয়ে চোখের সামনে দেখে কিছুতেই সহ্য করতে পারে না এলা। বোধিকে বলে, সে প্রতারণা করার কথা ভেবে থাকলে এলাকে কেন বিয়ের স্বপ্ন দেখিয়েছিল? 

 


 

যদিও এলার প্রশ্নের কোনও জবাব দিতে পারে না বোধি। প্রতারিত হয়ে ভালবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে যেতে বসে এলার। গোরা তখন এসে ব্যঙ্গ করে বলতে থাকে, ভালবাসার প্রতিদান এটাই হয়। তাই ভালবাসার উপর থেকে সমস্ত বিশ্বাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। গোরার কথা শুনে আরও ভেঙে পড়েছিল এলা। তবে সবটা সামলে এখন মনের জোরে আবারও ছন্দে ফিরেছে সে।