বছরের শেষদিকে শীতের ঝোড়ো ব্যাটিং এখনও জারি। বড়দিন থেকেই বাংলা জুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করেছেন সকলে। নতুন বছরের শুরুতে ফের তাপমাত্রা বদলে যাবে।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে পারে। এর প্রভাবেই জানুয়ারির শুরুতে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।
3
6
আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তারপর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
4
6
আগামী মঙ্গলবার ও বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। পরবর্তী দু’-তিন দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
5
6
আজ রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। গত কয়েকদিনের তুলনায় আজ খানিকটা বাড়ল শহরের তাপমাত্রা।
6
6
আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে সকালের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কমবে দৃশ্যমানতাও।