ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা হানি বাফনা। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'-র মুখ্য চরিত্রে। হানিকে মাঝেমধ্যেই বিভিন্ন সিরিজে দেখা যায়। এবারও তাঁকে দেখা যেতে চলেছে হইচই-এর একটি সিরিজে। সূত্রের খবর, 'নিকষ ছায়া ২'-এ দেখা যেতে চলেছে অভিনেতাকে।
তবে কোন চরিত্রে হানি বাফনা থাকছেন, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু ওই সিরিজে যে গুরুত্বপূর্ণ চরিত্রেই হানিকে দেখবেন দর্শক, তা বোঝাই যাচ্ছে। তবে এই সিরিজের শুটিংয়ের জন্য 'শুভ বিবাহ' থেকে সরে যাচ্ছেন না তিনি। ধারাবাহিক ও সিরিজের কাজ সমানতালেই সামলাচ্ছেন হানি। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে 'শুভ বিবাহ'। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। এই ভৌতিক সিরিজের দ্বিতীয় ভাগ 'নিকষ ছায়া' নিয়েও গত বছর এসেছিলেন পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও 'নিকষ ছায়া'য় কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও দেখা গিয়েছিল অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা।
'নিকষ ছায়া'র গল্পে দেখা গিয়েছিল তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফিরেছিলেন ভাদুড়ি মশাই। আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর এই তৃতীয় মরশুমে পরিচালক আনছেন আরও চমক।
আসছে 'নিকষ ছায়া ২'। এই সিরিজের ঘোষণা হইচই-এর 'গল্পের পার্বণ'-এই হয়েছিল। আবারও পৈশাচিক রহস্যের সমাধান করতে ফিরছেন ভাদুড়ি মশাই। গত সিজনেই ভাদুড়ি মশাইয়ের সঙ্গে পাল্লা দিতে দেখা গিয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিককে। জানা যাচ্ছে, তৃতীয় সিজনেও কাঞ্চনকে ঘিরেই এগোবে গল্প। এ-ও জানা যাচ্ছে, ভাদুড়ি মশাইয়ের এবারের লড়াইটা আরও ব্যক্তিগত হতে চলেছে। লোকনাথের অতীতে লুকিয়ে আছে কোন গোপন তন্ত্র? সেই উত্তর দিতে আসছে এই সিরিজ।
তবে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী থাকবেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসুও। কিন্তু বরাবরের মতো এবারের গল্পে নতুন চরিত্রের আগমন হতেই পারে। দেখা যাবে, স্বীকৃতি মজুমদার, অনুভব কাঞ্জিলাল, কৌশানী মুখোপাধ্যায় জাঞ্জিন সহ আরও অনেককে। জানা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে হইচই-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ।
