রহস্যের গন্ধ এখন চারিদিকে। সেই ধারা মেনেই নিত্য নতুন গল্প নিয়ে এগিয়ে আসছেন পরিচালক, প্রযোজকরা। বাংলা ও হিন্দি দুই ভাষার মিশেলে তৈরি হচ্ছে একটি জমাটি থ্রিলার সিরিজ। নাম, 'সারপ্রাইজ'। পরিচালনায় বাবাই সেন। প্রযোজনায় কল্লোল চৌধুরী।
গল্পের মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে যুধাজিৎ সরকার, অমৃতা দেবনাথ, শ্রেয়া ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজেশ মণ্ডল, রত্নদীপ ঘোষ, শিল্পা কোলে, অনির্বাণ সেনগুপ্ত, রীতা সেনগুপ্ত এবং আলোক মন্ডল।
সিরিজের গল্পে এক রাতে রুটিন টহল দেওয়ার সময় পুলিশ অফিসাররা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন, যে তাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাকে জেরা করতেই বেরিয়ে আসে হাড়হিম করা সব তথ্য। পুলিশের অভিজ্ঞ কেরিয়ারে দেখা অন্যতম এক নৃশংস অপরাধের সাক্ষী হতে হয় তাদের। একটি খুন এবং তার নেপথ্যে লুকিয়ে থাকা অন্ধকার রহস্যের উন্মোচন নিয়ে এগিয়ে যায় এই সিরিজের গল্প।
সিরিজ তদন্তকারী অফিসারের চরিত্রে রয়েছেন যুধাজিৎ। তিনিই এই গল্পের মূল কাণ্ডারি, যিনি বুদ্ধিমত্তার সাথে এই জটিল রহস্যের সমাধান করেন। 'ডক্টর চ্যাটার্জি'র চরিত্রে অমৃতা দেবনাথ। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। অন্যদিকে শ্রেয়া ভট্টাচার্যকে দেখা যায় ডক্টর চ্যাটার্জির কাছে চিকিৎসাধীন একজন রোগীর চরিত্রে। তাঁর র জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার অতীত। এই তিনজনের সঙ্গে রহস্যের যোগসূত্র ঠিক কোথায়, সেই উত্তর দিতে আসছে 'সারপ্রাইজ'।
রহস্যে ঘেরা এই সিরিজের ক্যামেরার দায়িত্বে আছেন আনমোল এইচ শাহ। আর গানের দায়িত্বে জয় নীতিন বালা। জানা যাচ্ছে, প্রথমসারির এক ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজের মুক্তির পরিকল্পনায় আছেন নির্মাতা। তবে মুক্তির দিনক্ষণ নিয়ে এখনও কিছু চূড়ান্ত খবর আসেনি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে ওটিটিতে রহস্যের খেলা দেখাবে এই সিরিজ।
প্রসঙ্গত, যুধাজিৎ, অমৃতা ও শ্রেয়াকে দর্শক এর আগেও বহু সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন। সেসব সিরিজেও যদিও থ্রিলারের ছোঁয়া দেখা গিয়েছিল। তবে এই সিরিজের গল্পে থাকছে কিছু সামাজিক বার্তাও। যা দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী নির্মাতারা।
