নিজস্ব সংবাদদাতা: বছর দুই আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'অর্ধাঙ্গিনী' দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিল। সুমন চ্যাটার্জির প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবার বড়পর্দায়! দুবছর পরও সব একই থাকবে সেটা আশা করাটা কি ঠিক হবে? আসছে ছবির সিক্যুয়েল 'আজও অর্ধাঙ্গিনী'।
জানা যাচ্ছে প্রথম ভাগ ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই ছবি। সঙ্গে থাকবে সুমন চ্যাটার্জির বর্তমান ও প্রাক্তন দুই স্ত্রীর জীবনের গল্প। মুখ্য তিন চরিত্রকে আবারও পর্দায় ফুটিয়ে তুলবেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়। ছবির নতুন সংযোজন হয়ে থাকছেন অভিনেত্রী আভেরী সিংহ রায়।
সিরিজ থেকে টেলিভিশন জগতের পরিচিত মুখ আভেরী। সদ্য দর্শক তাঁকে দেখেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এও। 'আজও অর্ধাঙ্গিনী'-তে আভেরীকে দেখা যাবে চূর্ণী গাঙ্গুলির সহকর্মী হিসাবে। গল্পে বড়দিদির মতো চূর্ণীকে দেখেন তিনি। পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আবার আদুরে শাসনও করেন। ছবিতে বেশ মিষ্টি সমীকরণ তাঁদের।
প্রথমবার কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে আভেরী বলেন, "এটা তো স্বপ্ন। সব অভিনেতাদের মতো আমিও স্বপ্ন দেখতাম একদিন কৌশিকদার ছবিতে কাজ করার। যেদিন স্ক্রিপ্টটা হাতে পেলাম, খুব আনন্দ হয়েছিল। আমার উপর ওঁরা যে ভরসাটা করেছেন, তাতেই আমি সার্থক। শুটিং চলছে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি। অনেককিছু শিখছি।"
