নিজস্ব সংবাদদাতা: মডেলিং থেকে কেরিয়ার শুরু করলেও অভিনয়ের যাত্রায় পেরিয়ে এসেছেন অনেকটা পথ। ওয়েব সিরিজ থেকে বড়পর্দায় বরাবরই তনুশ্রী চক্রবর্তীর অভিনীত চরিত্র নজর কেড়েছে দর্শকের।
এবার বলিউডে পা রাখলেন টলিউড নায়িকা তনুশ্রী চক্রবর্তী। তাঁর বিপরীতে বলিউড অভিনেতা সানি দেওল! হ্যাঁ, নতুন বলিউড ছবিতে সানি দেওলের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। জানা যাচ্ছে, যোধপুর, উদয়পুরে চলবে এই ছবির শুটিং। সানি দেওলের শুটিংয়ের ডেট মিলছে না বলেই আটকে রয়েছে ছবির কাজ।
 
 কিন্তু এর মাঝেই ফের বলিউডে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তনুশ্রী। সূত্রের খবর, আরও একটি হিন্দি ছবির প্রস্তাব এসেছে তাঁর কাছে। তবে এই ছবি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। সানি দেওলের পর কোন বলি নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী? তা এখনও খোলসা নয়। 
প্রসঙ্গত, বাংলা ছবির জগতে পরিচিত মুখেরা আগেও পাড়ি দিয়েছেন বলিউডে। কেউ আবার মায়ানগরীতেই শুরু করেছেন নতুন অধ্যায়। এবার কি তনুশ্রীও মুখ ফেরাবেন টলিপাড়া থেকে? যদিও বাংলাতেও একগুচ্ছ ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। এই মুহূর্তে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধরনের গল্পের চরিত্রে নিজেকে তৈরি করার চেষ্টায় রয়েছেন অভিনেত্রী।
