ছোটপর্দা থেকে বড়পর্দায় নজর কেড়েছেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখা গিয়েছে ওটিটিতেও। কিছুদিন আগেই ধারাবাহিক 'মিঠিঝোরা'য় দেখা গিয়েছিল তাঁকে। বেশিদিন স্ক্রিন টাইম না হলেও তাঁর চরিত্রটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। এবার মৈনাককে দেখা যেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজে। সিরিজের নাম 'নিশির ডাক'।

 

 

গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক। 

 

আরও পড়ুন: হাতে শাঁখা-পলা! ঠাকুর বরণের আগে চুপিসারে কি বিয়ে করলেন জেসমিন রায়? কী জানালেন অভিনেত্রী?

 


এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।‌ তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? এখানে দেখা যাবে দুই ভিন্ন সময়কালের গল্পও। 

 


মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। এই সিরিজেই ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মৈনাক। গল্পে তিনি গানের দলের সঙ্গে যুক্ত। কিন্তু স্বভাবের দিক থেকে মোটেও সুবিধার নয় তাঁর অভিনীত এই চরিত্রটি। নেতিবাচক চরিত্রে এবার ঠিক কী কাণ্ড ঘটাবেন মৈনাক, তা তো সিরিজই বলবে। 


এই সিরিজের ঘোষণা আগেই হয়েছিল। সামনে এসেছে সুরঙ্গনা ও সৃজার চরিত্রের প্রথম ঝলকও। তবে বাকি চরিত্রদের এখনই সামনে আনেননি পরিচালক। কিছুটা রহস্যেই রেখেছেন নিজের সিরিজকে। ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। বলবে দুই সময়কালের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'নিশির ডাক'।

 


প্রসঙ্গত, উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ।