নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বুলেট সরোজিনী'। এই মেগার হাত ধরে উঠে আসবে ত্রিকোণ প্রেমের সমীকরণ। এছাড়াও থাকবে অজানা সত্যিকে জানার চেষ্টা। যার জেরে গল্পের পরতে পরতে থাকবে নতুন মোড়।
এই ধারাবাহিকের তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়, দিয়া বসু ও অভিষেক বীর শর্মা। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অধিরাজ গাঙ্গুলিকে। অভিষেকের ভাই 'ধী'-এর চরিত্রে থাকবেন তিনি।
জানা যাচ্ছে, তাঁর চরিত্রটি ইতিবাচক। দাদাই তাঁর জীবনের আদর্শ। তাই বড় হয়ে সে দাদার মতো হতে চায়। হাসি-মজায় বাড়ির সকলকে মাতিয়ে রাখে সে। অধিরাজকে যদিও বরাবরই ইতিবাচক চরিত্রেই দেখেছেন দর্শক। ছোটপর্দার মাধ্যমে পথ চলা শুরু করলেও সিরিজ ও ছবির জগতেও পরিচিতি পেয়েছেন তিনি।
নায়ক-নায়িকার সঙ্গে সঙ্গে পার্শ্বচরিত্ররাও বরাবরই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন। জায়গা করে নিয়েছেন দর্শকের পছন্দের তালিকায়। আর ধারাবাহিকের পার্শ্ব চরিত্রেই নজরকাড়া হয়ে উঠেছেন অধিরাজ। যদিও নায়কের চরিত্রেও জিতেছেন মন। এই গল্পে দর্শকমনে কতটা জায়গা করতে পারেন তিনি, সেটাই দেখার।
