বেঙ্গালুরুর একটি জনপ্রিয় পানশালাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী শিল্পা শেট্টি সেখানকার মালিকদের একজন। একটি পাবে গভীর রাতে ঘটে যাওয়া ঝামেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, বিল মেটানো নিয়ে বিতর্কের জেরে পাবে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী ও ব্যবসায়ী সত্য নাইডু।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোড ও ল্যাংফোর্ড রোডে অবস্থিত জনপ্রিয় পানশালা ‘বাস্তিয়ান’-এ। শিল্পা এবং রেস্তোরাঁ ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার যৌথভাবে এই পাবটির মালিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিষেবা এবং বিল সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতির পরিস্থিতি তৈরি করে। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে উপস্থিত সত্য নাকি মদ্যপ অবস্থায় ছিলেন এবং কর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিওয় কর্মীদের উপর শারীরিক হামলার অভিযোগ করা হলেও, পরে প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে মূলত তীব্র কথাকাটাকাটি ও হট্টগোলের ছবি দেখা যায়। স্পষ্টভাবে মারধরের দৃশ্য ধরা পড়েনি বলেই দাবি করা হচ্ছে।
ভাইরাল ভিডিওগুলির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে কাবন পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাবে গিয়ে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কর্মী এবং কর্তৃপক্ষের প্রাথমিক বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার পুরো সত্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্য দিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সত্য। তাঁর দাবি, তিনি শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ডিনার করতেই পাবে গিয়েছিলেন এবং বিল মেটানো নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতি তৈরি হয়। কোনও রকম শারীরিক হিংসা হয়নি বলেও দাবি করেছেন তিনি। তাঁর মতে, বিষয়টি অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে।
এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করেননি শিল্পা। ২০১৯ সালে রঞ্জিত বিন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরুতে ‘বাস্তিয়ান’ ব্র্যান্ডটি চালু করেছিলেন তিনি। গোটা বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে এবং সমস্ত তথ্য খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
