নিজস্ব সংবাদদাতা: প্রথম ঝলক প্রকাশ পেয়েছিল। আগেই এবার সামনে এল ‘ব্রহ্মার্জুন’-এর ট্রেলার। এককথায়, পুরোপুরি অ্যাকশন ছবিতে মুখোমুখি অনিন্দ্য সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। দুই তারকা ভিন্ন লুকে আসছেন নতুন ছবি ‘ব্রহ্মার্জুন’-এ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌভিক দে। ঝাড়খণ্ডের বিস্তীর্ণ দু'টি জায়গা, একটার নাম গালুড়ী ও অন্যটি শেখমুলুক৷
দু'টি জায়গায় রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ৷ মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের রাজত্ব চলে। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে ঢুকে পরে ব্রহ্মা ও অর্জুন। কীভাবে তারা দু’জন নন্ডরে পাল ও আলম শেখের কাছ থেকে ক্ষমতা কেড়ে, নিজেদের আধিপত্য বিস্তার করে গাঁজা পাচারকে কেন্দ্র করে, তাই গল্পের মূল নির্যাস।
ছবিতে ‘ব্রহ্মা’-র চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে, অন্যদিকে অনিন্দ্য সেনগুপ্তকে দেখা যাবে অর্জুন চরিত্রে৷ ছবিতে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অমিত শেঠী। ছবিতে ‘পুষ্পা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে, 'নান্নু যাদব' চরিত্রে দেখা যাবে অভিনেতা অমিত শেঠীকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় এবং অন্যান্য অভিনেতাদের।
আজকের মহাভারতের প্রতিচ্ছবি ফুটিয়ে তুললেন রোহন-অনিন্দ্য। সঙ্গে জমে উঠেছে রোহন-প্রিয়াঙ্কার রোম্যান্স। এই ছবির প্রযোজনায় রয়েছেন মীনা শেঠী মণ্ডল এবং তত্ত্বাবধানে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।
