আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আলোর রোশনাইয়ের মধ্যেই দীপিকা পাড়ুকোন এবং রনবীর সিংহের অনুরাগীদের জন্য এল বছরের সেরা উপহার। সমস্ত জল্পনা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম বার মেয়ের মুখ দেখালেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মঙ্গলবার তাঁদের যৌথ ইনস্টাগ্রাম পোস্টে প্রথম বার প্রকাশ্যে এল ছোট্ট দুয়া পাড়ুকোন সিংহের ছবি। আর সেই ছবি দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছে, মা দীপিকার কোলে পরম নিশ্চিন্তে বসে রয়েছে একরত্তি দুয়া। মুখে তার ছোট্ট আঙুল, দু’চোখে কৌতূহল। পাশে দাঁড়িয়ে হাসিমুখে স্ত্রী ও সন্তানকে আগলে রেখেছেন গর্বিত বাবা রণবীর। দীপাবলির এই বিশেষ উদযাপনের জন্য মা-মেয়ের পোশাকেও ছিল দারুণ রং-মিলন্তি। দুয়ার পরনে ছিল টুকটুকে উজ্জ্বল লাল রঙের একটি ফ্রক। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে দীপিকাও সেজেছিলেন এক রাজকীয় লাল পোশাকে, সঙ্গে মানানসই গয়না। দম্পতির এই উজ্জ্বল রঙের আবহের পাশে রণবীর সিংহ অবশ্য বেছে নিয়েছিলেন ধবধবে সাদা কুর্তা-পাজামা।
তাঁদের এই পোস্টে একাধিক ছবি ছিল। শেষ ছবিতে দেখা গিয়েছে, দীপিকার কোলে বসে রয়েছে দুয়া, বাড়ির দীপাবলির পুজোয় মা-মেয়ে দু’জনেই হাত জোড় করে প্রার্থনারত। ছবিগুলির সঙ্গে দীপিকা ও রণবীর হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দীপাবলির হার্দিক শুভকামনা”।

‘দীপবীর’-এর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় কার্যত শুভেচ্ছার ঢল নামে। তারকা থেকে অনুরাগী, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট দুয়াকে। অভিনেত্রী অনন্যা পাণ্ডে ছবিগুলি দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তিনি মন্তব্য করেছেন, “ওহ মাই গড”। অগণিত অনুরাগীও ছোট্ট দুয়াকে ‘অত্যন্ত মিষ্টি’ এবং ‘অপরূপ’ বলে অভিহিত করেছেন, দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)