ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী নাজিমা । সাতের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সমাজ মাধ্যমে নাজিমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর তুতো বোন জরিন বাবু।

১৯৪৮ সালের ২৫ মার্চ নাসিকে জন্ম নাজিমার। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। পরিচালক বিমল রায়ের হাত ধরে বলিউডে এসেছিলেন তিনি। ছয় ও সাত-এর দশকে বলিউডের একের পর এক ছবিতে বোন কিংবা বন্ধুর চরিত্রে অভিনয়ে নজর কেড়েছিলেন নাজিমা। তাঁর অভিনীত প্রথম ছবি 'দো বিঘা জমিন'।  বিমল রায়েরই ‘দেবদাস’ ছবিতে নাজিমাকে দেখা গিয়েছিল 'পারো'-র ছোটবেলার চরিত্রে। 

আরও পড়ুনঃ অনুরাগীর সেলফি তোলার আবদারে রেগে লাল জয়া বচ্চন, মেজাজ হারিয়ে কী কাণ্ড ঘটালেন বর্ষীয়ান অভিনেত্রী? ছি ছি নেটপাড়ায়

এছাড়াও 'বিরাজ বহু' সিনেমায় অভি ভট্টাচার্যের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন নাজিমা। আশা পরেখের বোনের চরিত্রে 'অ্যায়ে দিন বাহার কে'-তে অভিনয় করেছিলেন নাজিমা। ড্রিম গার্ল হেমা মালিনীর প্রিয় বান্ধবীর ভূমিকাতেও অভিনয় করেছিলেন। 

রাজ কাপুরের প্রয়োজনায় 'অব দিল্লি দূর নেহি'-তেও অভিনয় করেছিলেন। 'মনচলি', 'প্রেম নগর', 'অনুরাগ', 'বেইমান'-এর মতো প্রয়াত অভিনেত্রী নাজিমার ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ছবির সম্ভার। প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নার সঙ্গে 'অউরত' ও 'ডোলি'-তে স্ক্রিন শেয়ার করেছিলেন নাজিমা। আরও এক বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কাপুরের সঙ্গে 'নিশান'-এ অভিনয় করেছিলেন। 

মুম্বইয়ের দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন নাজিমা। বেশ অনেক দিন লাইমলাইট থেকে দূরে থাকতেন অভিনেত্রী। সোমবার সমাজ মাধ্যমে ভেসে এল তাঁর মৃত্যুর খবর।