সংবাদ সংস্থা মুম্বই: ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই!’ কবীর সুমনের জাতিস্মর অ্যালবামের গান মনে হয় শুধু শোনেন-ই নি বরং তা বোধ হয় বেশ পছন্দেরও ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের। নতুন বছর উপলক্ষে সমাজমাধ্যমে শিবানীর পোস্টেই সেই ইঙ্গিত যে স্পষ্ট। 


নতুন বছর। নতুন করে শুরু সব কিছু। বছরের শুরুটা কীভাবে উদ্‌যাপন করলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর? নিউ ইয়ার ইভে পার্টি মুডে দেখা গেল তাঁদের। হৈ-হুল্লোড়ের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে ফুরফুরে মেজাজে শুরু করলেন, পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে।  সমাজমাধ্যমে নিজেদের চুম্বনের মুহূর্তের ছবি পোস্ট করেছেন শিবানী। ছবিতে দেখা যাচ্ছে একটি পার্টির মধ্যে নিজেদের একান্ত উষ্ণতার ওম জড়িয়ে রয়েছেন ফারহান-শিবানী। ছবির ক্যাপশনে পেশায় গায়িকা তথা এই মডেল লেখেন, "২০২৫, চলো এগোনো যাক।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shibani Akhtar (@shibaniakhtar)