সংবাদসংস্থা মুম্বই: চুপিসাড়েই শুরু হয়ে গেল ডেভিড ধাওয়ানের নতুন ছবির শুটিং। মুখ্য চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান। ছবির নাম রাখা হল, 'হ্যায় জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়'।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ডেভিডের পরিচালনায় বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'বিবি নম্বর ১'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর, সুস্মিতা সেন এবং অনিল কাপুরকে। দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়েছিল এই ছবি। সেই 'বিবি নম্বর ১'-এর একটি জনপ্রিয় গান ছিল ' ইশক্ সোনা হ্যায়'। সেই গানের একটি লাইন ছিল 'হ্যায় জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়'। গানের সেই লাইনটি যে বরুণের ছবির নামকরণে ব্যবহার করলেন ডেভিড, সন্দেহ নেই সেই ব্যপারে। তবে জনপ্রিয় গানের লাইন থেকে পরবর্তী সময়ে সরাসরি ছবির নামকরণ হয়েছে, এমন ঘটনা নতুন নয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, 'রক অন' ছবির একটি জনপ্রিয় গানের লাইন থেকেই নামকরণ হয়েছিল হৃত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল অভিনীত ছবি 'জিন্দেগি মিলেগি না দোবারা'র।
বাবার পরিচালনায় এই নিয়ে চতুর্থবার পর্দায় হাজির হতে চলেছে বরুণ ধাওয়ান। জানা গিয়েছে, কৌতুকধর্মী নয়, বরং রোমান্টিক কমেডি ঘরানার হতে চলেছে এই প্রোজেক্ট। ছবির গল্পের বিষয়ে বিশদ কিছু না জানা গেলেও ম্রুণাল ঠাকুর যে বরুণের বিপরীতে থাকছেন সে খবর পাকা। এছাড়াও এই ছবির সুবাদেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।
মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বুধবার সকাল থেকেই বরুণকে নিয়ে শুরু হয়ে গিয়েছে শুটিং। খবর, কুবরা শেঠ এবং মণীশ পলের সঙ্গে দমফাটা এক হাসির দৃশ্যের শুট ইতিমধ্যেই সেরে ফেলেছেন জুনিয়র ধাওয়ান।
বর্ষার ঝামেলা যাতে না পোহাতে হয় তাই মেহবুব স্টুডিওতেই বর্ষাকাল জুড়ে ছবির অধিকাংশ ইনডোর শুট সেরে ফেলা হবে। মূলতঃ, এইসব দৃশ্যায়নে বরুণের অংশই থাকবে। বর্ষা শেষ হলেই বিভিন্ন আউটডোর লোকেশনে ছবির ইউনিট বেরিয়ে পড়বে বলে খবর।
অন্যদিকে, বরুণ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, এই ছবিতে কাজ করার পাশাপাশি 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবির শুটিং চালিয়ে যাবেন বরুণ। সেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান। দীপাবলীর আগেই অবশ্য শশাঙ্কের এই ছবির শুটিং শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ডেভিডের পরিচালনায় বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'বিবি নম্বর ১'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর, সুস্মিতা সেন এবং অনিল কাপুরকে। দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়েছিল এই ছবি। সেই 'বিবি নম্বর ১'-এর একটি জনপ্রিয় গান ছিল ' ইশক্ সোনা হ্যায়'। সেই গানের একটি লাইন ছিল 'হ্যায় জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়'। গানের সেই লাইনটি যে বরুণের ছবির নামকরণে ব্যবহার করলেন ডেভিড, সন্দেহ নেই সেই ব্যপারে। তবে জনপ্রিয় গানের লাইন থেকে পরবর্তী সময়ে সরাসরি ছবির নামকরণ হয়েছে, এমন ঘটনা নতুন নয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, 'রক অন' ছবির একটি জনপ্রিয় গানের লাইন থেকেই নামকরণ হয়েছিল হৃত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল অভিনীত ছবি 'জিন্দেগি মিলেগি না দোবারা'র।
বাবার পরিচালনায় এই নিয়ে চতুর্থবার পর্দায় হাজির হতে চলেছে বরুণ ধাওয়ান। জানা গিয়েছে, কৌতুকধর্মী নয়, বরং রোমান্টিক কমেডি ঘরানার হতে চলেছে এই প্রোজেক্ট। ছবির গল্পের বিষয়ে বিশদ কিছু না জানা গেলেও ম্রুণাল ঠাকুর যে বরুণের বিপরীতে থাকছেন সে খবর পাকা। এছাড়াও এই ছবির সুবাদেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।
মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বুধবার সকাল থেকেই বরুণকে নিয়ে শুরু হয়ে গিয়েছে শুটিং। খবর, কুবরা শেঠ এবং মণীশ পলের সঙ্গে দমফাটা এক হাসির দৃশ্যের শুট ইতিমধ্যেই সেরে ফেলেছেন জুনিয়র ধাওয়ান।
বর্ষার ঝামেলা যাতে না পোহাতে হয় তাই মেহবুব স্টুডিওতেই বর্ষাকাল জুড়ে ছবির অধিকাংশ ইনডোর শুট সেরে ফেলা হবে। মূলতঃ, এইসব দৃশ্যায়নে বরুণের অংশই থাকবে। বর্ষা শেষ হলেই বিভিন্ন আউটডোর লোকেশনে ছবির ইউনিট বেরিয়ে পড়বে বলে খবর।
অন্যদিকে, বরুণ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, এই ছবিতে কাজ করার পাশাপাশি 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবির শুটিং চালিয়ে যাবেন বরুণ। সেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান। দীপাবলীর আগেই অবশ্য শশাঙ্কের এই ছবির শুটিং শেষ হয়ে যাবে।
