সংবাদসংস্থা মুম্বই: বলিউডে পা রাখার পরপরই 'সিরিয়াল কিসার'-এর তকমা জুটেছিল অভিনেতা ইমরান হাশমির। দর্শকমহলে অভিনেতার ভাবমূর্তি ছিল 'সিরিয়ল কিসার'-এর। সহজ কথায়, তখনকার প্রতিটি ছবিতেই নায়িকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দীর্ঘস্থায়ী চুমু খাচ্ছেন ইমরান, এই দৃশ্য ধরাবাঁধা ছিল পর্দায়। অভিনয়ের পাশাপাশি এই 'সিরিয়াল কিসিং' যে দর্শকের মধ্যে ইমরানের গ্রহণযোগ্যতা বাড়ার মূল কারণ ছিল তা বলাই বাহুল্য। কেন ধারাবাহিকভাবে পরপর প্রতিটি ছবিতেই নায়িকাকে চুমু খেতেন তিনি? এই বিষয়ে এই প্রথম মুখ খুললেন খোদ ইমরান হাশমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, "আমার মনে হয়, প্রায় প্রতিটি শিল্পীর ভাবমূর্তির সঙ্গে, নামের সঙ্গে কোনও একটি নির্দিষ্ট ব্যাপার দাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাঁর নামের সঙ্গে অদ‌শ্যভাবে কোনও আখ্যা জড়িয়ে থাকে। উদাহরণ হিসাবে শাহরুখ খান, সলমন খান, অনিল কাপুরের নাম বলতে পারি। ধরুন, শাহরুখের সঙ্গে জড়িয়ে রয়েছে দু'হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকার একটি বিশেষ ভঙ্গি।‌ আবার সলমনের সঙ্গে জড়িয়ে রয়েছে অনাবৃত, পেশীবহুল উর্দ্ধাঙ্গ।

অন্যদিকে, অনিল‌ কাপুরের নাম শুনতেই অধিকাংশ দর্শক বলে ওঠেন তাঁর জনপ্রিয় সংলাপ 'ঝক্কাস'। এইরকম ভাবে আমার নামের সঙ্গে জড়িত 'সিরিয়াল কিসার'-এর আখ্যা"।

সামান্য থেমে ইমরান আরও বলেন, " পর্দায় নায়িকাকে আমার চুমু খাওয়ার দৃশ্য একবার জনপ্রিয় হতেই তা ভাঙিয়ে আমার ছবি বিক্রি করা শুরু করল প্রযোজকেরা। সায় আমারও ছিল। চুমু খাওয়া ছাড়াও পর্দায় দুঃসাহসী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতাম। তখনকার হিন্দি ছবির দর্শকের কাছে বেশ বৈপ্লবিক লেগেছিল‌ ব্যাপারটা। তবে ২০১০ সালের পর থেকে অন্য ধরণের ছবি করে এই ভাবমূর্তি ছাড়ার চেষ্টা শুরু করেছিলাম। ধীরে ধীরে সেই চেষ্টায় সফলও হয়েছি"।