সংবাদসংস্থা মুম্বই: সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয়ের পর থেকে দর্শকমহলে আরও বেশি নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেতা ববি দেওল। মুখে একটিও কথা না বলে, যে অভিনয় তিনি করেছেন, তা দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে ববি দেওল তাঁর মাদকাসক্ত হওয়ার দিনগুলোর কথা তুলে এনেছেন। সেই সঙ্গে কীভাবে তাঁর জীবন থেকে নেশাকে শতহস্ত দূরে সরিয়েছেন তাও প্রকাশ করেছেন। 

 

 

অভিনেতা বলেন, "একটা সময় ছিল যখন কোনওকিছু পরোয়া করতাম না। শুধুমাত্র মাদকই আমার একমাত্র কাছের জিনিস হয়ে উঠেছিল। বুঝতে পারতাম নিজেকে ধীরে ধীরে শেষ করে ফেলছি, কিন্তু এর থেকে বাইরে বেরোনোর কোনও চেষ্টা করতাম না।"

 

 

তিনি আরও বলেন, "এরপর একটা সময় পর দেখলাম আমার পরিবার আমায় নিয়ে রোজ দুশ্চিন্তা করছে। তাঁদের চোখের জলের কারণ আমি হয়ে উঠছি। তখন চিন্তা করলাম, এইভাবে আমায় দেখলে ছেলেমেয়েরা কী শিখবে? তাদের চোখে বাবার প্রতিচ্ছবি একজন মাদকাসক্ত মানুষ হয়ে থেকে যাবে। তারপর থেকেই চেষ্টা করতে থাকি এর থেকে বেরিয়ে আসার। যাত্রাটা সহজ ছিল না। কিন্তু বিষয়টা সহজ করে নিতে হবে।"

 

 

ববির কথায়, "আমার সকল অনুরাগীরাদের উদ্দেশ্যে বলছি, এই পরিস্থিতি থেকে কীভাবে একজন মানুষ বেরিয়ে আসবে, এই উত্তর কেবলমাত্র ওই মানুষটিরই জানা থাকে। পরিবার, কাছের মানুষ, বন্ধুরা শুধুমাত্র সান্ত্বনা আর সহযোগিতা করতে পারবে। আসল পদক্ষেপটা নিজেকেই নিতে হবে।"

 

 

প্রসঙ্গত, আগামীতে অভিনেতাকে দিশা পাটানির সঙ্গে তামিল ছবি 'কানগুভা'য় দেখা যেতে চলেছে। এই ছবির মাধ্যমেই তামিল ছবির জগতে অভিষেক হতে চলেছে ববি দেওলের।