সংবাদসংস্থা মুম্বই: অনেকেই হয়তো জানেন না বলি-তারকা অক্ষয় কুমারের পিতৃদত্ত নাম রাজীব ভাটিয়া। তবে বলিপাড়ায় পা রেখেই 'রাজীব' নামটি ঝেড়ে কেন 'অক্ষয়'কে বেছে নিলেন এই বলি তারকা? এই প্রথমবার সেই কারণ ফাঁস করলেন 'সরফিরা'র নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানালেন কারও পরামর্শে কিংবা কোনও পন্ডিতের কথায় প্রভাবিত হয়ে নিজের নাম নিয়ে এই সিদ্ধান্ত নেননি তিনি। বরং স্রেফ নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন 'প্যাডম্যান'। কেন এই কাণ্ড করেছিলেন তিনি? বলি-তারকার কথায়, "মহেশ ভাট পরিচালিত ছবি 'আজ'-এ অতিথি শিল্পী হিসাবে অভিনয়ের ডাক পেয়েছিলাম। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা কুমার গৌরব। আলগোছেই কারও কাছে জিজ্ঞেস করেছিলাম, সেই ছবিতে কুমার গৌরব অভিনীত চরিত্রটির নাম কী? জবাবে জানতে পেরেছিলাম 'অক্ষয়'। শোনামাত্রই মনে ধরেছিল নামটা। চট করে সিদ্ধান্তে আসি আজ থেকে পর্দায় আমার নাম অক্ষয় হবে!"
সেই সাক্ষাৎকারে জোর গলায় একাধিকবার অক্ষয় জানিয়েছেন তাঁর এই নাম-বদলের পিছনে আর কারও হাতে নেই। নেই অন্য কোনও ব্যক্তির পরামর্শও। এও জানিয়েছেন এই সিদ্ধান্তে বেশ অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বাবা। কারণ ও জিজ্ঞেস করেছিলেন। জবাবে 'খিলাড়ি' জানিয়েছিলেন 'আজ' তাঁর অভিনীত প্রথম ছবি। সেই ছবির একেবারে মুখ্য নায়কের চরিত্রের এই নামটি ছিল বলেই তাঁর এত পছন্দ হয়েছিল 'অক্ষয়'কে।
অক্ষয় বলে চলেন, "এমনিতে রাজীব নামটিও বেশ সুন্দর। আমার কেরিয়ার শুরুর সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রীর নামও ছিল রাজীব গান্ধী। কিন্তু ওই যে 'অক্ষয়' নাম মনে গেঁথে গিয়েছিল"।
প্রসঙ্গত, এইমুহুর্তে করোনায় আক্রান্ত অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার। যার জেরে অম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠানেও যেতে পারেননি তিনি। চলতি সপ্তাহেই জোরকদমে চলছিল 'সরফিরা' ছবির প্রচার। সূত্রের খবর, প্রচার চলাকালীন অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। তাতেই ধরা পড়ে, করোনা হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে যান অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানালেন কারও পরামর্শে কিংবা কোনও পন্ডিতের কথায় প্রভাবিত হয়ে নিজের নাম নিয়ে এই সিদ্ধান্ত নেননি তিনি। বরং স্রেফ নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন 'প্যাডম্যান'। কেন এই কাণ্ড করেছিলেন তিনি? বলি-তারকার কথায়, "মহেশ ভাট পরিচালিত ছবি 'আজ'-এ অতিথি শিল্পী হিসাবে অভিনয়ের ডাক পেয়েছিলাম। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা কুমার গৌরব। আলগোছেই কারও কাছে জিজ্ঞেস করেছিলাম, সেই ছবিতে কুমার গৌরব অভিনীত চরিত্রটির নাম কী? জবাবে জানতে পেরেছিলাম 'অক্ষয়'। শোনামাত্রই মনে ধরেছিল নামটা। চট করে সিদ্ধান্তে আসি আজ থেকে পর্দায় আমার নাম অক্ষয় হবে!"
সেই সাক্ষাৎকারে জোর গলায় একাধিকবার অক্ষয় জানিয়েছেন তাঁর এই নাম-বদলের পিছনে আর কারও হাতে নেই। নেই অন্য কোনও ব্যক্তির পরামর্শও। এও জানিয়েছেন এই সিদ্ধান্তে বেশ অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বাবা। কারণ ও জিজ্ঞেস করেছিলেন। জবাবে 'খিলাড়ি' জানিয়েছিলেন 'আজ' তাঁর অভিনীত প্রথম ছবি। সেই ছবির একেবারে মুখ্য নায়কের চরিত্রের এই নামটি ছিল বলেই তাঁর এত পছন্দ হয়েছিল 'অক্ষয়'কে।
অক্ষয় বলে চলেন, "এমনিতে রাজীব নামটিও বেশ সুন্দর। আমার কেরিয়ার শুরুর সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রীর নামও ছিল রাজীব গান্ধী। কিন্তু ওই যে 'অক্ষয়' নাম মনে গেঁথে গিয়েছিল"।
প্রসঙ্গত, এইমুহুর্তে করোনায় আক্রান্ত অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার। যার জেরে অম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠানেও যেতে পারেননি তিনি। চলতি সপ্তাহেই জোরকদমে চলছিল 'সরফিরা' ছবির প্রচার। সূত্রের খবর, প্রচার চলাকালীন অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। তাতেই ধরা পড়ে, করোনা হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে যান অভিনেতা।
