মুম্বই সংবাদসংস্থা: ‘দেব ডি’ ছবির প্রধান অভিনেতা অভয় দেওলের সঙ্গে পরিচালক অনুরাগ কশ্যপের ঝামেলার কথা সর্বজনবিদিত। এর আগেও অনুরাগকে মানুষ হিসাবে ‘বিষাক্ত’, ‘খারাপ’ বলে তকমা দিয়েছেন অভয়। এবার ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবিখ্যাত পরিচালকের বিরুদ্ধে ফের তোপ দাগলেন অভয়। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। জোর গলায় অভয় জানালেন, অবাধ যৌনতা, মাদকসেবন, মাদকাসক্তির গুণকীর্তন করেছিল ‘দেব ডি’!  

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বহুল চর্চিত উপন্যাস ‘দেবদাস’-এর গল্পকেই আধুনিক মোড়কে ফেলে তৈরি হয়েছিল ‘দেব ডি’। সেই সময়ে অভয় জানিয়েছিলেন মূলত নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নকে ফুটিয়ে তুলতেই দেবদাসের এই আধুনিক অবতারের অবতারণা করা হয়েছিল। এই সাক্ষাৎকারে ‘দেব ডি’র প্রসঙ্গ উঠতেই অভয় অবশ্য জানালেন তাঁর কাছে যখন এই ছবির প্রস্তাব এসেছিল, ওই ধারণা থেকেই তিনি এই ছবিতে কাজ করার প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন। কিন্তু ধীরে ধীরে দেখলেন ‘দেব ডি’ হয়ে গেল অবাধ যৌনতা, মাদকসেবন, মাদকাসক্তির গুণকীর্তনের ছবি। অভয়ের দাবি, এইসব বিষয়কে রীতিমতো মহিমান্বিত করা হয়েছিল এই ছবিতে। অভয় আরও জানান, বিষয়টি সেই সময়ে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে তাঁকে তাঁর বন্ধুরা বলতো এক চুমুকে গোটা মোদের বোতল উড়িয়ে দিয়েছে তাঁরা!  অভিনেতার কথায়, “যে কারণে এই ছবিতে কাজ করেছিলাম, সেই বার্তার বদলে অন্য বার্তা পৌঁছেছিল দর্শকের কাছে।” 

 

 

চলতি বছরের দেওয়া এক সাক্ষাৎকারে অভয় দেওলকে একহাত নিয়েছিলেন অনুরাগ কশ্যপ। কোনও ভণিতা না করে এ প্রসঙ্গে অনুরাগ বলেছিলেন, “সম্পর্ক বজায় রাখতে, বন্ধুত্ব অক্ষুণ্ন রাখতে আমার কোনওদিন অসুবিধা হয়নি। ‘দেব ডি’ শুটিং শেষ হওয়ার পর থেকে অভয় দেওলের সঙ্গে কোনওদিন মুখোমুখি দেখা হয়নি। ছবির প্রচারেও এক দিনের জন্য মুখ দেখায়নি অভয়। আমার সঙ্গেও কোনও কথা বলেননি‌। আমাকে যদি ও ‘বিষাক্ত’, ‘খারাপ’ বলতে চায় তো বলুক। ওঁর মনে হয়েছে তাই বলেছে। কিন্তু আমি যদি এবার মুখ খুলি, তাহলে মুখ লুকোনোর জায়গা খুঁজে পাবে না অভয়! আসল সত্যিটা বলতে সাহস লাগে, যা অভয়ের নেই। আর আমি সেসব প্রকাশ্যে বলতে চাই না। কারণ একবার যদি বলে ফেলি, ভীষণ চাপে পড়ে যাবে অভয়। তারপরের পরিস্থিতি মোটেই সুখকর হবে না অভয়ের জন্য!”