সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। 'ভাইজান'-এর নিরাপত্তা আরও বেড়েছে। এর মাঝেই সলমন খানকে খুনের ছক কষার অভিযোগে ধৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে।
একজন অভিযুক্তের নাম গৌরব ভাটিয়া ওরফে সন্দীপ বিষ্ণোই এবং অপর জন ওয়াসপি মেহমুদ খান ওরফে ওয়াসিম চিকনা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ওই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
এর আগে মুম্বই পুলিশ দাবি করেছিল, সলমনকে প্রাণে মারার ষড়যন্ত্রে যুক্ত ওই দুই ব্যক্তি। অভিনেতার যাতায়াত ও গতিবিধির উপর নজর রাখছিল এই দুই সন্দেহভাজন। সলমনের পনভেল ফার্মহাউস, বান্দ্রার বাড়ি ও বিভিন্ন শুটিং লোকেশনে বারবার যাতায়াত করছিল এই দুই ব্যক্তি।
প্রসঙ্গত, ২০২৪-এর এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলিবর্ষণ হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন দু'জন। জানা গিয়েছিল ওই দুই অভিযুক্তের যোগ রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে। তারপরই খবর ছড়ায়, পানভেলের খামারবাড়িতেও সলমনকে হত্যার ছক কষা হয়েছিল। তদন্তকারী দল জানতে পারে সলমনকে হত্যা করার জন্য নাকি পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত আনানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ বিষ্ণোই ও ওয়াসিম চিকনাকে।
জানা যাচ্ছে, তথ্যপ্রমাণের অভাবে দুই অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের বাইরে খুনের ছকের সঙ্গে তাঁদের কোনও যোগ পাওয়া যায়নি বলে খবর।
