‘বিগ বস ১৯’এ অংশ নেওয়ার পর থেকেই বারবার শিরোনামে উঠে আসছেন গায়ক-সুরকার আমাল মালিক। এবার তিনি সলমন খান সঞ্চালিত এই রিয়্যালিটি শোয়ে নিজের অভিজ্ঞতা এবং সেখানে উল্লেখ করা সেই ‘রহস্যময়ী নারী’ সম্পর্কে মুখ খুললেন।

এক সাক্ষাৎকারে আমাল জানান, ‘বিগ বস ১৯’ তিনি পুরো মন-প্রাণ ঢেলে দিয়েছিলেন। সেই সঙ্গে শো চলাকালীন যাঁর কথা তিনি বলেছিলেন, সেই ‘মিস্ট্রি গার্ল’ নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন।
আমাল বলেন, “যাঁর কথা আমি বলছিলাম, তাঁর বর্ণনায় কোথাও না কোথাও ভুল হয়ে গিয়েছিল। ২০২৫ সালে আমি এই রিয়্যালিটি শো বিগ বস ১৯-এ পা রেখেছিলাম। আমার মন ছিল সরল, আর আমি নিজের আত্মার প্রতি সৎ ছিলাম।”

তিনি জানান, অনেক বিষয়ই তাঁর বোধগম্য ছিল না, তবে শোয়ের ভিতরে তাঁর আচরণ নিয়ে কোনও অনুশোচনা নেই। আমাল স্পষ্ট করে বলেন, “কোনও গোপন প্রেমিকা ছিল না। লুকিয়ে রাখা কোনও সম্পর্কও নয়। যা ছিল, তা শুধু একটি কথোপকথন। যা আমার মন থেকে শুরু হয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “যাঁর শোনার ছিল, তিনি শুনেছেন।” সেই নারীর নাম প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে আমাল বলেন, তিনি চাননি তাঁর জীবনে কোনও অশান্তি তৈরি হোক। তাঁর কথায়, ‘বিগ বস’-এ যাওয়ার উদ্দেশ্য কখনওই কোনও নাটক তৈরি করা বা কাউকে বিতর্কে জড়ানো ছিল না।

‘মিস্ট্রি গার্ল’ সম্পর্কে আমাল জানান, তিনি বিনোদন জগতের কেউ নন। এই ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তবে আমাল তাঁকে গত ১১–১২ বছর ধরে চেনেন এবং জীবনের উত্থান-পতনে সেই নারী সব সময় তাঁর পাশে ছিলেন।

আমালের দাবি অনুযায়ী, সেই নারী এখন আর তাঁর জীবনের অংশ নন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ কেউ যখন আমাকে মিস্ট্রি গার্ল সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি হাসি। লুকোনোর মতো কিছু আছে বলে নয়, বরং এমন কিছু আছে, যা আমি ইতিমধ্যেই হারিয়েছি।”

তিনি এটাও স্বীকার করেন যে প্রেমের ক্ষেত্রে তিনি কখনও খুব একটা সৌভাগ্যবান ছিলেন না। বিতর্ক ও চারপাশের নাটকীয় পরিস্থিতির কারণেই সেই নারী ধীরে ধীরে তাঁর জীবন থেকে সরে যান বলে জানান আমাল। কারণ তিনি আলোচনার কেন্দ্রে থাকতে অভ্যস্ত ছিলেন না।

এই সব মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন আমাল। অনুরাগীরা তাঁর হারিয়ে যাওয়া প্রেম নিয়ে নানা প্রশ্ন তুললেও কোনও নাম কখনও প্রকাশ না পাওয়ায় সেই রহস্য আজও অজানাই রয়ে গিয়েছে।